ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মসজিদের ট্যাঙ্কি মেরামত করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে স্যানিটারি মিস্ত্রির মৃত্যু

প্রকাশিত: ১৮:৫৪, ১৮ সেপ্টেম্বর ২০২০

মসজিদের ট্যাঙ্কি মেরামত করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে স্যানিটারি মিস্ত্রির মৃত্যু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ নগরীর দুই নম্বর বাবুরাইল এলাকায় বাইতুল ফালাহ জামে মসজিদের ছাদে পানির ট্যাঙ্কির সমস্যা মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে মনির হোসেন (৫৫) নামে এক স্যানিটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে। একই ঘটনায় মসজিদের মুয়াজ্জিন সোলায়মান (৩৫) আহত হয়েছেন। আহত মুয়াজ্জিনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনাটি ঘটে। নিহত মনির হোসেনের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বউলতলি গ্রামে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ আসাদুজ্জামান জানান, শুক্রবার সকাল থেকে মসজিদের ওযুখানায় পানি সরবরাহ না হওয়ায় ছাদে ট্যাঙ্কি মেরামত করতে যান স্যানিটারি মিস্ত্রি মনির হোসেন। স্যানিটারি মিস্ত্রি মনির হোসেন পানির ট্যাঙ্কির উপর দাঁড়িয়ে একটি রড দিয়ে ট্যাঙ্কির পাইপ পরিষ্কার করছিলেন। এ সময় পাশেই দাঁড়িয়ে ছিলেন মসজিদের মুয়াজ্জিন সোলাইমান। এ সময় রডের একটি অংশ মসজিদের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঞ্চালন লাইনের সঙ্গে লেগে যায়। এতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্যানিটারী মিস্ত্রি মনির হোসেন নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মুয়াজ্জিন আহত হলে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। তিনি আরো বলেন, এ ঘটনায় নিহত মনির হোসেনের স্বজনরা বিনা ময়নাতদন্তে অনুমতি দিয়ে তার লাশ দাফনের জন্য নিয়ে যান। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি।
×