ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আখচাষীদের মানববন্ধন

প্রকাশিত: ২১:১৪, ১৮ সেপ্টেম্বর ২০২০

আখচাষীদের মানববন্ধন

সংবাদদাতা, লালপুর ১৭ সেপ্টেম্বর ॥ আখচাষী ও শ্রমিক-কর্মচারীদের বকেয়া টাকা পরিশোধ করাসহ আখ মাড়াই,আখের ন্যায্য মূল্য ও চিনিকল বি-রাষ্ট্রীয়করণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতি। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে গোপালপুর-আব্দুলপুর সড়কের নর্থ বেঙ্গল সুগার মিলের ২নং গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিলের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আব্দুস সামদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান, হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক বাবু সকুমার সরকার, অর্থ সম্পাদক মাস্টার হাফিজুর রহমান, আখচাষী নেতা মাস্টার কার্তিক চন্দ্র প্রাং, আব্দুল করিম প্রমুখ। ১১ লাখ টাকার পলিথিন জব্দ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৭ সেপ্টেম্বর ॥ বাউফল পৌর শহরে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। র‌্যাব-৮ সিপিস-১ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার রবিউল ইসলাম জানান, বুধবার রাত ১০টার দিকে বাউফল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি টিম বাউফল পৌরসভার ৮ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ৪ হাজার ৫৪৫ কেজি পলিথিন জব্দ করে। যার আনুমানিক মূল্য ১১ লাখ টাকা। এসময় অনিল দেবনাথ নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়। পড়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক অনিল দেবনাথকে চার মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়।
×