ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

করোনাকালে কর্মহীন নারীদের সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ২১:১৩, ১৮ সেপ্টেম্বর ২০২০

করোনাকালে কর্মহীন নারীদের সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ‘দক্ষতা উন্নয়ন প্রকল্প’র আওতায় বিধবা, স্বামী বিচ্ছিন্ন ও করোনাকালীন কর্মহীন নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণের সমাপনী ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিতে সরকারের বিশেষ উদ্যোগ রয়েছে। বিদ্যমান সকল প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন হলে দেশে বেকার ও অসহায় মানুষ থাকবে না। অনলাইন জুম প্রযুক্তিতে ঢাকা প্রান্ত হতে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ কামাল হোসেন। অনুষ্ঠানে জানানো হয়, দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় ৬২ জন নারীকে খুলনা জেলা প্রশাসন চারটি ব্যাচে তিন সপ্তাহব্যাপী সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করে। এই অনুষ্ঠানে তাদের মধ্য হতে ২০ জনকে বিনামূল্যে সেলাই মেশিন ও প্রশিক্ষণ ভাতার অর্থ প্রদান করা হয়। জেলা মহিলা বিষয়ক কার্যালয় প্রশিক্ষণে সহযোগিতা করে।
×