ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই ইউপি চেয়ারম্যান জেলে

প্রকাশিত: ২১:১২, ১৮ সেপ্টেম্বর ২০২০

দুই ইউপি চেয়ারম্যান জেলে

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৭ সেপ্টেম্বর ॥ সুন্দরগঞ্জ উপজেলার জামায়াত নেতা বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ ও শান্তিরাম ইউপি চেয়ারম্যান ছামিউল ইসলাম বৃহস্পতিবার সন্ত্রাস দমন আইনের মামলায় হাজিরা দিতে গেলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে। জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করেন। ২০১৮ সালে উপজেলা বামনডাঙ্গা ইউনিয়নের একটি সন্ত্রাস দমন আইনের মামলায় বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ ও শান্তিরাম ইউপি চেয়ারম্যান ছামিউল ইসলামকে আসামি করা হয়। দীর্ঘদিন তারা মামলায় হাজিরা না দিয়ে পলাতক ছিল। নওগাঁ-৬ আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র জমা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৭ সেপ্টেম্বর ॥ নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন বৃহস্পতিবার মোট ৫ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন দাখিলকৃত প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ থেকে রানীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে শেখ মোঃ রেজাউল ইসলাম, জাতীয় পার্টির কাজী গোলাম কবির, ন্যাশনাল পিপলস পার্টি থেকে খন্দকার ইন্তেখার আলম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাহিদ মনোনয়নপত্র দাখিল করেছেন।
×