ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনায় ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

প্রকাশিত: ২১:১০, ১৮ সেপ্টেম্বর ২০২০

খুলনায় ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় দাঁড়িয়ে থাকা বৈদ্যুতিক খুঁটিবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়ে পাথরবাহী ট্রাকের হেলপার আবুল হোসেন (২৫) নিহত হয়েছেন। বুধবার রাত ২টার দিকে নগরীর ফুলবাড়িগেটের কুয়েট রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপার কেএমপির খানজাহান আলী থানার জাব্দীপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। জানা গেছে, বৈদ্যুতিক খুঁটিবাহী একটি ট্রাক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অদূরে রাস্তায় দাঁড়িয়েছিল। বুধবার রাতে পাথর বোঝাই একটি ট্রাক বাইপাস সড়ক দিয়ে ঢুকে ফুলবাড়িগেটের দিকে যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বিদ্যুতের লম্বা খুঁটির মাথা পাথর বোঝাই ট্রাকের সামনে ঢুকে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার মারা যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকের দরজা কেটে হেলপারের ছিন্ন ভিন্ন মরদেহ উদ্ধার করে। পঞ্চগড়ে মোটরবাইক আরোহী স্টাফ রিপোর্টার পঞ্চগড় থেকে জানান, পঞ্চগড়ে পৌরসভার ময়লা বহনকারী পিকআপের ধাক্কায় মিলন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় পঞ্চগড়-দেবীগঞ্জ সড়কের পূর্ব জালাসী এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত মিলন তালমা এলাকার রুহুল আমিনের ছেলে।
×