ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউএনওর উপর হামলা : রবিউল আরও ৩ দিনের রিমান্ডে

প্রকাশিত: ১৯:৪৬, ১৭ সেপ্টেম্বর ২০২০

ইউএনওর উপর হামলা : রবিউল আরও ৩ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের ঘেড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় পুলিশের দাবি মূল আসামি রবিউলকে আবারও ৩ দিনের রিমান্ডের আদেশ প্রদান করেছেন বিচারক। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে দিনাজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তোলা হয় রবিউলকে। সন্ধ্যায় সাড়ে ৬টায় বিচারক আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, শনিবার (১২ সেপ্টেম্বর) রবিউলকে ৬ দিনের রিমান্ডে নেয়া হয়। বৃহস্পতিবার তার রিমান্ড শেষ হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় রবিউলকে আরও ৭ দিনের রিমান্ডের আবেদন করা হলে বিজ্ঞ বিচারক তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জানা গেছে, এ দিন বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার কথা ছিল। কিন্তু আটক রবিউল বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দেওয়ায় তাকে তদন্তকারী কর্মকর্তা আরও ৩ দিনের রিমান্ডে নেন।
×