ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে মালটা চাষে স্বাবলম্বী

প্রকাশিত: ১৩:৪৬, ১৭ সেপ্টেম্বর ২০২০

বরিশালে মালটা চাষে স্বাবলম্বী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ রাসায়নিক মুক্ত রসালো মালটা চাষে স্বাবলম্বী হয়েছেন জেলার উজিরপুর উপজেলার দক্ষিণ শিকারপুর গ্রামের সফল কৃষক গুরুদাস ব্যানার্জী ওরফে শ্যামল (৪২)। ইতোমধ্যে তার বাগানের রাসায়নিক, কেমিক্যাল ও ফরমালিনমুক্ত রসালো সুস্বাদু মালটা বিক্রি করা শুরু হয়েছে। সফল চাষী শ্যামল জানান, এ বছর তার বাগান থেকে ৫০ মনেরও অধিক মালটা বিক্রি করা সম্ভব হবে। ২০১৭ সালে ৩০ শতক জমির উপরে মালটা বাগান তৈরী করার পর বর্তমানে তার বাগানে বারি মালটা-১ প্রজাতির ৪২টি পূর্ণ বয়স্ক মালটা গাছে ব্যাম্পার ফলন হয়েছে। চাষী শ্যামল ব্যানার্জী আরও জানান, তার বাগানের মালটা রাসায়নিক, কেমিক্যাল ও ফরমালিনমুক্ত রসালো ও অত্যস্ত সুস্বাদু হওয়ায় দাম একটু বেশি দিয়েও পাইকার ও খুচরা ক্রেতারা বাগান থেকে ক্রয় করে নিয়ে যাচ্ছেন। প্রতি কেজি মালটা পাইকারী ১৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। তিনি আরও জানান, ২০১৭ সালে তিনি মালটা বাগান তৈরী করার পর ২০১৮ সাল থেকেই তিনি ফল বিক্রি শুরু করেছেন। চলতি মৌসুমে তিনি প্রায় আড়াই লাখ টাকার মালটা বিক্রি করতে পারবেন বলেও উল্লেখ করেন। উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন তালুকদার বলেন, শ্যামল ব্যানার্জী একজন সফল কৃষক। তিনি মালটা বাগানের পাশাপাশি আম, নারিকেলসহ বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের বাগান করেছেন। প্রতিটি বাগানেই তিনি সফল হয়েছেন। তিনি আরও বলেন, শ্যামলের লাভজনক মালটা বাগান দেখে বর্তমানে উজিরপুরে প্রায় শতাধিক মালটা বাগান তৈরী হয়েছে।
×