ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অবশেষে উখিয়ার প্রস্তুতি কমিটি প্রত্যাহার

প্রকাশিত: ১২:৫৬, ১৭ সেপ্টেম্বর ২০২০

অবশেষে উখিয়ার প্রস্তুতি কমিটি প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ অবশেষে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে সম্মেলন প্রস্তুতি কমিটি প্রত্যাহার করে নিয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ। এখবর শুনে উখিয়ার তৃণমুল নেতাকর্মীরা দলের হাই কমান্ডকে সাধুবাদ জানিয়েছেন। এর আগে পুরনো রোহিঙ্গা নেতার পুত্র শাহ আলম ওরফে রাজা শাহ আলমকে আহ্বায়ক করে উখিয়া উপজেলা আওয়ামী লীগের বহুল সমালোচিত সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে জেলা আওয়ামী লীগ। জানা গেছে, নতুন সম্মেলন না হওয়া পর্যন্ত উখিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিকে তাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে বুধবার কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্দেশ দিয়েছেন। উখিয়া উপজেলা আওয়ামী লীগে কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে বহাল আছেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী। সেতুমন্ত্রী ও দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের নির্দেশে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি প্রত্যাহার করে নিয়েছে বলে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, রোহিঙ্গাদের এক সময়ের বিপ্লবী নেতা আবুল কাশেম ওরফে কাশেম রাজার ছেলে শাহ আলমকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক করার খবরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তবে রাজা শাহ আলমের পক্ষে রোহিঙ্গা ক্যাম্পগুলোর মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এ নিয়ে বুধবার দৈনিক জনকণ্ঠে প্রতিবেদন প্রকাশ হওয়ায় বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা তৈরি হয়। নজরে আসে দলের হাই কমান্ডের। এতে সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিল করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।
×