ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চীনে কাঁকড়া রফতানির দাবিতে খুলনায় মানববন্ধন

প্রকাশিত: ০০:১৪, ১৭ সেপ্টেম্বর ২০২০

চীনে কাঁকড়া রফতানির দাবিতে খুলনায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ চীনে কাঁকড়া রফতানির ব্যবস্থা গ্রহণের দাবিতে খুলনায় চাষি ও ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন। বুধবার বেলা ১১টায় পাইকগাছা উপজেলা পরিষদের সামনের খুলনা-পাইকগাছা প্রধান সড়কে পাইকগাছা ও কয়রা উপজেলার কাঁকড়া ব্যবসায়ী ও চাষি এ মানববন্ধন আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সভাপতি দেবব্রত দাশ দেবু, সাধারণ সম্পাদক বিদ্যুত কুমার ঘোষ ও কয়রা উপজেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। বক্তারা বলেন, করোনাকালীন চীনে কাঁকড়া রফতানি বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েছেন কাঁকড়া ব্যবসায়ী ও উৎপাদনকারীরা। বিপুল পরিমাণ কাঁকড়া মজুদ থাকায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
×