ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পেঁয়াজের মূল্য বৃদ্ধি সরকারের ব্যর্থতা ॥ রিজভী

প্রকাশিত: ০০:১৩, ১৭ সেপ্টেম্বর ২০২০

পেঁয়াজের মূল্য বৃদ্ধি সরকারের ব্যর্থতা ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ পেঁয়াজের মূল্য বৃদ্ধির সঙ্গে সরকারী দলের সিন্ডিকেট জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন হঠাৎ পেঁয়াজের মূল্য বৃদ্ধি সরকারের ব্যর্থতা। রিজভী বলেন, দেশে প্রচুর পেঁয়াজ মজুদ থাকলেও বিক্রি কমিয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা। এর ফলে বাজারে পেঁয়াজের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। এই সঙ্কট কৃত্রিম। আমরা মনে করি, এতে সরকারের কারসাজি রয়েছে। আমদানিকারক ও ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতেই পেঁয়াজের মূল্য বৃদ্ধি পেয়েছে। তাই বিএনপি পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে। এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকায়। দুদিন আগেও পেঁয়াজের দাম ছিল ৫০ থেকে ৫৫ টাকা, আর এখন পেঁয়াজের দাম সেঞ্চুরিতে পৌঁছেছে। অবিলম্বে পেঁয়াজের মূল্য স্বাভাবিক করতে বাজার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে রিজভী বলেন, ভারতে ইলিশ মাছ উপহার হিসেবে পাঠানোর সঙ্গে সঙ্গেই বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে ওই দেশের সরকার। আর এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই বাজার সিন্ডিকেটের হোতারা তেলেসমাতি শুরু করে।
×