ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাশিয়ায় ফেরার প্রত্যয় নাভালনির

প্রকাশিত: ২৩:৫৫, ১৭ সেপ্টেম্বর ২০২০

রাশিয়ায় ফেরার প্রত্যয় নাভালনির

সহসাই রাশিয়ায় ফিরছেন দেশটির বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনি। বিষপ্রয়োগের শিকার হওয়া নাভালনি কয়েকদিন আগেই কোমা থেকে বেরিয়ে এসেছেন। ধীরে ধীরে সুস্থও হয়ে উঠেছেন। তাই তার রাশিয়ায় ফেরার বিষয়ে যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে। খবর এপির। আলেক্সি নাভালনি মুখপাত্র কিরা ইয়ারমিশ বলেছেন, ‘অন্য কোন বিকল্পের কথা কখনও ভাবা হয়নি। বেশ কিছুদিন কোমায় থাকা নাভালনির ভেন্টিলেটর সোমবার খুলে নেয়া হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে ফক্স নিউজ জানিয়েছে তিনি কিছুক্ষণের জন্য দাঁড়াতেও পেরেছিলেন। মঙ্গলবার বার্লিনে হাসপাতালের বিছানায় বসা অবস্থায় নিজের একটি ছবি তার ইনস্টাগ্রাম একাউন্টে পোস্ট করে রুশ ভাষায় নাভালনি লেখেন, ‘হাই, আমি নাভালনি। আপনাদের কথা খুব মনে পড়েছে। আমি এখনও খুব বেশি কিছু করতে পারছি না। তবে গতকাল সারাদিন আমি নিজে নিজেই শ্বাস নিতে পেরেছি’। ওই ছবিতে দেখা গেছে তার স্ত্রী ইউলিয়া তাকে জড়িয়ে ধরে আছেন, সঙ্গে তার দুই সন্তানও রয়েছে। ইনস্টাগ্রামে নাভালনির এই পোস্টের পরই তার রাশিয়ার ফেরার পরিকল্পনার কথা ঘোষণা করা হয়। মঙ্গলবার ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকা এক জার্মান কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, নাভালনি এক জার্মান কৌঁসুলিকে বলেছেন, তিনি সুস্থ হয়ে ওঠা মাত্রই রাশিয়া ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন। পরে নাভালনির মুখপাত্র টুইটারে বিষয়টি নিশ্চিত করেন। প্রসঙ্গত, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কড়া সমালোচক নাভালনি গত ২০ আগস্ট রাশিয়ার একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সাইবেরিয়ার তমস্ক থেকে রাজধানী মস্কো যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন। নাভালনিকে সোভিয়েত আমলের বিষাক্ত রাসায়নিক নোভিচক দেয়ার কথা জানানো হয়। সুইডেন এবং ফ্রান্সের পরীক্ষাগারেও নাভালনিকে নোভিচক বিষ প্রয়োগের প্রমাণ পাওয়া গেছে বলে জানায় জার্মানি। তবে রাশিয়া শুরু থেকেই বিষপ্রয়োগের অভিযোগ অস্বীকার করে আসছে।
×