ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অব্যাহতির পরও সাধারণ সম্পাদক সাঈদ!

প্রকাশিত: ২৩:৩৭, ১৭ সেপ্টেম্বর ২০২০

অব্যাহতির পরও সাধারণ সম্পাদক সাঈদ!

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) থেকে অব্যাহতি দেয়ার পরও মমিনুল হক সাঈদ সাধারণ সম্পাদক আছেন। ফেডারেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করায় তার থাকা, না থাকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আদালত। দীর্ঘ বিরতি কাটিয়ে হকির শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানালেন ফেডারেশনের সভাপতি মাশিহুজ্জামান সেরনিয়াবাত। গত বছরের সেপ্টেম্বরেই ক্যাসিনো কাণ্ডে দেশের ক্রীড়াঙ্গন টালমাটাল হয়েছিল। কলঙ্কের খড়গ কাঁধে ওঠে হকির নির্বাচিত সাধারণ সম্পাদক সাঈদের কাঁধে। দেশ ছেড়ে আত্মগোপনে চলে যান তিনি। যার কারণে অনুপস্থিতির জের তাকে অব্যাহতি দেয়া হয় সাধারণ সম্পাদকের পদ থেকে। সিদ্ধান্তের বিপরীতে আদালতে রিট করেন সাঈদ। করোনাকালের ঘাটতি পুষিয়ে নিতে হকির শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে এটিই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে সাঈদ সাধারণ সম্পাদক পদে থাকছেন কি থাকছেন না, এর সিদ্ধান্ত দেবেন আদালত। সভাপতি মাশিহুজ্জামান সেরনিয়াবাত বলেন, ‘পরপর ৩টা মিটিং-এ না থাকতে পারলে তাকে নোটিস দিতে হয়। আমরা নোটিস দিয়েছি। তাকে গঠনতন্ত্র অনুযায়ী কাগজ পাঠানো হয়েছে। এখানে ব্যক্তিগত কোন বিরোধ নেই।’
×