ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফের করোনা পজিটিভ ক্রিকেটার সাইফ

প্রকাশিত: ২৩:৩৬, ১৭ সেপ্টেম্বর ২০২০

ফের করোনা পজিটিভ ক্রিকেটার সাইফ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে প্রথমবার করোনা পরীক্ষার নমুনা দিয়ে ‘পজিটিভ’ হয়েছেন তরুণ ওপেনার সাইফ হাসান। দ্বিতীয়বারও ‘পজিটিভ’ই হয়েছেন। এখনও ‘নেগেটিভ’ ফল হয়নি। ‘পজিটিভ’ ফলকে বদলে দিতে পারেননি সাইফ। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো’র প্রতিবেদনে এমনটিই জানা গেছে। সাতদিন আগে ক্রিকেটার ও কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করানো হয়। সেখানে পজিটিভ আসেন সাইফ। এরপর মঙ্গলবার পুনরায় তার করোনা পরীক্ষা হয়। আবারও করোনা পজিটিভ ধরা পড়েন। আগের দফায় সাইফের সঙ্গে জাতীয় দলের ট্রেনার নিক লি’ও করোনা পজিটিভ ধরা পড়েছিলেন। যদিও সুস্থ হয়ে আরও কয়েকদিন আগেই জাতীয় দলের অনুশীলনে দেখা যায় লি’কে। করোনা পজিটিভ আসায় জাতীয় দলের সম্ভাব্য প্রাথমিক দলে নেই সাইফ। করোনা পরীক্ষায় নেগেটিভ হলে আবার তিনি দলে থাকবেন। একমাত্র ক্রিকেটার হিসেবে করোনা পজিটিভ হয়েছিলেন সাইফ। এরপর আইসোলেশনে ছিলেন। পুনরায় করোনা পরীক্ষা করানো হলেও পজিটিভ ফলই মিলে। পরীক্ষায় পজিটিভ হওয়া সাইফ বিসিবির মেডিক্যাল ইউনিটের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
×