ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন ওসাকার অগ্রগতি

প্রকাশিত: ২৩:৩৫, ১৭ সেপ্টেম্বর ২০২০

চ্যাম্পিয়ন ওসাকার অগ্রগতি

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের বাধা অতিক্রম করে বেশ সাফল্যের সঙ্গেই অনুষ্ঠিত হয়ে গেলে ইউএস ওপেন। দর্শকবিহীন এবারের ইউএস ওপেনের শুরু থেকেই দেখা গেছে দারুণ রোমাঞ্চকর কিছু ম্যাচ। তবে শেষের হাসি হেসেছেন নাওমি ওসাকা। মহিলা এককের শিরোপা বিজয়ী জাপানী তারকার অগ্রগতি হয়েছে র‌্যাঙ্কিংয়েও। ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি। ২২ বছর বয়সী জাপানী তারকা ওসাকা রবিবার ফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে পরাজিত করে ইউএস ওপেনের শিরোপা উঁচিয়ে ধরেন। আর তাতেই ছয় ধাপ উপরে উঠে তৃতীয় স্থান লাভ করেন তিনি। ফাইনালে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান তারকা ১-৬, ৬-৩ এবং ৬-৩ গেমে পরাজিত করে বিজয়ী হন। এটা তার ইউএস ওপেনের দ্বিতীয় শিরোপা। এর আগে ২০১৮ সালেও এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন তিনি। সাবেক এই চ্যাম্পিয়ন এবার আর্থার এ্যাশ স্টেডিয়ামে এক ঘণ্টা ৫৩ মিনিটের লড়াইয় শেষে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ডস্লাম শিরোপা জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েন। প্রতিবারই বড় কোন টুর্নামেন্টের চতুর্থ রাউন্ড পার করার পর সেই টুর্নামেন্টের শিরোপা জিতেছেন ওসাকা। বর্তমানে খেলার মধ্যে থাকা সেরেনা উইলিয়ামস, ভেনাস উইলিয়ামস ও কিম ক্লাইস্টার্সের পর ওসাকা এ্যাঞ্জেলিক কারবারের সঙ্গে চতুর্থ খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ তিন গ্র্যান্ডস্লাম শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করলেন।
×