ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শামীম ওসমানের স্ত্রী করোনায় আক্রান্ত

প্রকাশিত: ২২:৫৮, ১৭ সেপ্টেম্বর ২০২০

শামীম ওসমানের স্ত্রী করোনায় আক্রান্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ সারাদেশে নতুন করে অনেকে করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মিণী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন তার ছোট ভাই। এছাড়া হবিগঞ্জের বাহুবলে এসিল্যান্ড ও ইউএনওসহ বরিশালে নতুন করে সাতজন এবং গাইবান্ধায় চারজন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে কোয়ারেন্টাইনেও গেছেন কয়েকজন। গাইবান্ধায় ১১৩ জন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমানের স্ত্রী লিপি বর্তমানে তার ঢাকার বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন তার ছোট ভাই নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু। তিনি বলেন, গত ৭-৮ সেপ্টেম্বর থেকে লিপি ঠা-া, জ্বর ও কাশিতে ভুগছিলেন। পরে ১০ সেপ্টেম্বরে তার করোনা পরীক্ষার নমুনা দেয়া হয়। পরদিন ১১ সেপ্টেম্বর নমুনা পরীক্ষার ফলে তার করোনা পজিটিভ আসে। একই সঙ্গে সংসদ সদস্য শামীম ওসমান ও তার পরিবারের অন্য সদস্যদের নমুনা পরীক্ষা করালেও তাদের ফল নেগেটিভ আসে। হবিগঞ্জ ॥ জেলার বাহুবলে এবার সহকারী কমিশনার (ভূমি) খ্রিষ্টফার হিমেল রিছিল করোনা আক্রান্ত হয়েছেন। এর আগে ১৩ সেপ্টেম্বর বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদারও করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। রবিবার এসিল্যান্ডের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠান। রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই তিনি সরকারী বাসভবনে হোম আইসোলেশনে রয়েছেন। বরিশাল ॥ জেলায় নতুন করে আরও সাতজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৩ হাজার ৩৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গাইবান্ধা ॥ গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চারজন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট সংখ্যা দাঁড়াল এক হাজার ১০৮ জন।
×