ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সীমান্ত সম্মেলনে অংশ নিতে বিএসএফ প্রতিনিধি দল ঢাকায়

প্রকাশিত: ২২:৪৪, ১৭ সেপ্টেম্বর ২০২০

সীমান্ত সম্মেলনে অংশ নিতে বিএসএফ প্রতিনিধি দল ঢাকায়

স্টাফ রিপোর্টার ॥ স্থগিত হওয়া সীমান্ত সম্মেলনে অংশ নিতে ঢাকায় পৌঁছেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে বিজিবি ও বিএসএফের মধ্যেকার সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক আলোচনা। বুধবার ঢাকায় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয় চার দিনব্যাপী এ সম্মেলনের। জানা গেছে, এবারের সম্মেলনে বিশেষভাবে আলোচনা করার কথা রয়েছে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ ইস্যু নিয়ে। পাশাপাশি সীমান্ত হত্যা, চোরাচালান ও মাদকের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। বুধবার পিলখানায় বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে সম্মেলন শুরু হয়। আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সম্মেলন চলবে। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নিচ্ছে। বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবির অতিরিক্ত মহাপরিচালকেরা ও বিজিবি সদর দফতরের সংশ্লিষ্ট স্টাফ অফিসার ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করছেন। সম্মেলনে বিএসএফের মহাপরিচালক রাকেশ আস্থানার নেতৃত্বে ছয় সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশগ্রহণ করছে। ভারতীয় প্রতিনিধি দলে বিএসএফ সদর দফতরের উর্ধতন কর্মকর্তা এবং ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন। আগামী ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে আটটায় সম্মেলনের যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সীমান্ত সম্মেলন শেষে বিএসএফ প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করবে। বিজিবি জানিয়েছে, বিমানে ত্রুটির কারণে নির্ধারিত সময়ে বাংলাদেশে আসতে পারেনি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) প্রতিনিধি দল। এ কারণে গত ১৩-১৮ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত সম্মেলন স্থগিত করা হয়। পরবর্তীতে সম্মেলনের তারিখ পরিবর্তন করে ১৬-১৯ সেপ্টেম্বর করা হয়। এদিকে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানাসহ ছয় সদস্যের প্রতিনিধি দল রাজধানীতে আগমন করে পিলখানায় এসে পৌঁছেছেন।
×