ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ব্যাংক থেকে টাকা লুটের চেষ্টা ॥ বোমাসহ যুবক আটক

প্রকাশিত: ২২:৪০, ১৭ সেপ্টেম্বর ২০২০

গাজীপুরে ব্যাংক থেকে টাকা লুটের চেষ্টা ॥ বোমাসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বোমা নিয়ে ব্যাংকে ঢুকে বিস্ফোরণের ভয় দেখিয়ে টাকা লুট করার চেষ্টা চালালে বুধবার গাজীপুরে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ইমপ্রোভাইস এক্সক্লুসিভ ডিভাইস (আইইডি) বোমা জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করেছে ঢাকার কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর বোমা নিষ্ক্রিয় দল। আটক যুবকের নাম আবু বকর সিদ্দিক (৩০)। সে বাগেরহাটের মোরেলগঞ্জ থানার বিমারি ঘাটা এলাকার মৃত সেকান্দর আলীর ছেলে। গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ডবাজার বটতলা এলাকার ভাড়া বাসায় থাকে। আবু বকর স্থানীয় বেলমন্ট গার্মেন্টসের চাকরিচ্যুত শ্রমিক। পুলিশ জানায়, বুধবার দুপুর পৌনে একটার দিকে আবু বকর একটি কালো রঙের স্কুলব্যাগ নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার শাপলা ম্যানশনের দ্বিতীয় তলায় প্রাইম ব্যাংক লিমিটেড এ আসে। ম্যানেজার ফরিদ আলমের রুমে ঢুকে ব্যাগে বোমা এবং বাইরে লোক রয়েছে জানিয়ে তাকে জিম্মি করার চেষ্টা করে। বোমার ডিভাইস তার মোবাইলে রয়েছে। যুবকটি এ সময় ব্যাংকের সব টাকা পয়সা দিতে বলে। টাকা না দিলে বোতাম টিপে বোমার বিস্ফোরণ ঘটিয়ে ব্যাংক উড়িয়ে দেয়ার হুমকি দেয়। এ সময় ম্যানেজার কৌশলে রুম থেকে বের হয়ে ব্যাংকের গেট আটকিয়ে বাসন থানা পুলিশকে খবর দেন। এরপর বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাংক ভবনটিসহ আশপাশের এলাকা ঘিরে ফেলে। নিরাপত্তার কথা চিন্তা করে পুলিশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ আশপাশের সড়কে যানবাহন ও লোকজনের চলাচল বন্ধ করে দেয়। এ সময় পুলিশের কয়েক সদস্য ব্যাংকে প্রবেশ করে বোমা বহনকারীর কাছ থেকে মোবাইল ও ব্যাগটি আলাদা করে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে পুলিশ ঢাকার কাউন্টার টেরোরিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে সংবাদ দেয়। সিটিটিসি এর ১১ সদস্যের বোমা নিষ্ক্রিয়দল বিকেলে ঘটনাস্থলে পৌঁছেন। তারা ওই ব্যাগে তল্লাশি চালিয়ে তিনটি পাইপের সমন্বয়ে তৈরি একটি ইমপ্রোভাইস এক্সক্লুসিভ ডিভাইস (আইইডি) বোমা জব্দ করেন। এ বোমাকে পাইপ বোমাও বলা হয়। পরে বোমাগুলো মার্কেট ভবনের সামনের মহাসড়কের উপর নিষ্ক্রিয় করা হয়। পুলিশ জানায়, এ ঘটনায় তদন্ত করা হচ্ছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জঙ্গী সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।
×