ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

করোনায় দেশে ৪৬ দিনের মধ্যে সবচেয়ে কম মৃত্যু

প্রকাশিত: ২২:৩৬, ১৭ সেপ্টেম্বর ২০২০

করোনায় দেশে ৪৬ দিনের মধ্যে সবচেয়ে কম মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় দৈনিক রোগী শনাক্ত ও মৃত্যুর হার কমেছে। গত ৪৬ দিনের মধ্যে দৈনিক বিবেচনায় সবচেয়ে কম মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২১ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন নতুন ১৬১৫ জন। এ নিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৪৮২৩ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ২৩৭৫ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৯৬৯ জন। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩৬০টিসহ এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ লাখ ৭০ হাজার ১০৬টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭২ দশমিক ৩৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪১ শতাংশ। বুধবার পাঠানো স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও ৫ জন নারী। তাদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২০ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন , ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন এবং ৬০ বছরের বেশি বয়সী দশজন রয়েছেন। তাদের বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ৪ জন এবং সিলেটে ১ জন রয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৩১২ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ হাজার ৩২০ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৯৬ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৬০ হাজার ৪৮৯ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৭৭ হাজার ৮০৯ জনকে। আর প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন করা হয়েছে ১১৭০ জনকে। কোয়ারেন্টাইন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ২২৫৪ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৪ লাখ ৭০ হাজার ৯৬১ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টাইন করা হয়েছে ৫ লাখ ১৯ হাজার ২০৭ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৪৮ হাজার ২৪৬ জন। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট মৃত্যুর শতকরা হারে দেখা গেছে, শূন্য থেকে ১০ বছরের মধ্যে ২১ জন, যা শূন্য দশমিক ৪৪ শতাংশ। ১১ থেকে ২০ বছরের মধ্যে ৪১ জন, যা শূন্য দশমিক ৮৫ শতাংশ। ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১১০ জন, যা দুই দশমিক ২৮ শতাংশ। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২৮৬ জন, যা ৫ দশমিক ৯৩ শতাংশ। ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬২৫ জন, যা ১২ দশমিক ৯৬ শতাংশ। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৩১৩ জন, যা ২৭ দশমিক ২২ শতাংশ এবং ৬০ বছরের বেশি বয়সী মারা গেছেন ২৪২৭ জন; যা ৫০ দশমিক ৩২ শতাংশ।
×