ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাঁপাইয়ে ধান গুদামজাত করায় ৫ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ২১:৫০, ১৬ সেপ্টেম্বর ২০২০

চাঁপাইয়ে ধান গুদামজাত করায় ৫ লাখ টাকা জরিমানা

স্টাফ রির্পোটার, চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে ৪ শ ২০ মেট্টিক টন ধান গুদামজাত করার দায়ে একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত বুধবার বিকেলে এ অভিযান চালানো হয়। চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প সুত্রে জানা গেছে, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আশরাফুল হকের নেতৃত্বে র‌্যাবের একটি দল গত বুধবার দুপুরের পর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার মোড়ে সাব্বির রাইস মিলের গুদামে অভিযান চালানো হয়। এ সময় অত্যাবশকীয় পন্য নিয়ন্ত্রন আইন-১৯৫৬ এর ০৩ ধারা লঙ্ঘন করার দায়ে মালিক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার গ্রামের নজরুল ইসলামের ছেলে মো: শহিদকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড, ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের দন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
×