ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে ট্রাক্টর-মোটর বাইক সংঘর্ষে দুই কারারক্ষী নিহত

প্রকাশিত: ২১:৩৪, ১৭ সেপ্টেম্বর ২০২০

পঞ্চগড়ে ট্রাক্টর-মোটর বাইক সংঘর্ষে দুই কারারক্ষী নিহত

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই কারারক্ষী নিহত হয়েছেন। নিহতরা হলেন- উৎপল চন্দ্র রায় (২৬) ও মেহেদী হাসান মুন (২৬)। বুধবার দুপুরে পঞ্চগড়-আটোয়ারী সড়কের রজলী খালপাড়ার প্রধানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান মুনের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুরে এবং উৎপল চন্দ্র রায়ের বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে। তারা দুজনই পঞ্চগড় জেলা কারাগারের কারারক্ষী হিসাবে কর্মরত। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত কারারক্ষী উৎপল ও মুন আটোয়ারী থেকে মোটরসাইকেলযোগে নিজেদের কর্মস্থলে ফিরছিলেন। এসময় রজলী খালপাড়ার প্রধানপাড়া এলাকায় বিপরীত দিক থেকে যাওয়া বালি ভর্তি দ্রুতগামী একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। ঘটনাস্থলেই দুই কারারক্ষী নিহত হন। ধামরাইয়ে নারী পোশাক কর্মী নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, ধামরাইয়ে ট্রাক চাপায় ফরিদা বেগম (৪০) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরিদা পটুয়াখালীর খামেরহাট থানার মরিচবুনিয়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। তিনি ধামরাইয়ে ভাড়া থেকে স্নোটেক্স নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন। জানা গেছে, এদিন সকালে কারখানায় কাজে যোগদানের উদ্দেশ্যে যাচ্ছিলেন ফরিদা। এ সময় ঢুলিভিটা এলাকায় মহাসড়ক পারাপারের সময় মানিকগঞ্জগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ফরিদা বেগমকে মৃত ঘোষণা করেন। বগুড়ায় পথচারী স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, মঙ্গলবার রাতে বগুড়ায় শহরের কলেজ রোডে ফুলবাড়ি এলাকায় ট্রাক চাপায় আব্দুল হলিম (৪৫) নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ট্রাকের চালক লিটন ও হেলপার বিপ্লবকে আটক করেছে। পুলিশ জানায় রাত ১০টার দিকে ফুলবাড়ি এলাকার আব্দুল হালিম কলেজ রোডে স্থানীয় সুবিল বিদ্যালয়ের সামনে রাস্তা পার হচ্ছিল। এ সময় রংপুরগামী একটি সিমেন্ট বোঝাই দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় ফুলবাড়ি ফাঁড়ি পুলিশ চালক ও হেলপারসহ ট্রাকটি আটক করে। স্থানীয় লোকজন আব্দুল হালিমকে উদ্ধার করে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হালিম রাস্তার ধারে পিঁয়াজু ও ঝুরি ভাজা বিক্রি করত। নওগাঁয় গৃহবধূ নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, বুধবার দুপুরে আত্রাই উপজেলার ছোট রসুলপুর এলাকায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মটরসাইকেল যাত্রী গৃহবধূ রূপালী বেগম (৩৫) নিহত হয়েছেন। নিহত রূপালী বেগম উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের চৌরবাড়ি গ্রামের খলিল হোসেনের স্ত্রী। জানা গেছে, বুধবার দুপুরে রূপালী বেগম তার আত্মীয়ের সঙ্গে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে ভবানীপুর বাজারে কেনাকাটার উদ্দেশ্যে রওনা হন। পথে উপজেলার ছোট রসুলপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে রূপালী বেগম ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। কালকিনিতে অজ্ঞাত ব্যক্তি নিজস্ব সংবাদদাতা কালকিনি থেকে জানান, মাদারীপুরের কালকিনি উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের পান্থাপাড়া নামকস্থানে ট্রাকচাপায় ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার বালীগ্রাম এলাকার পান্তাপাড়া বাজারে পাশে রাস্তা পার হতে যান ওই অজ্ঞাত ব্যক্তি। এ সময় বরিশালগামী একটি পণ্যবাহী ট্রাক এসে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে করে সে ঘটনাস্থলেই মারা যায়।
×