ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামালপুরে ব্রহ্মপুত্র নদে অবৈধ বাজার উচ্ছেদ

প্রকাশিত: ২১:৩৪, ১৭ সেপ্টেম্বর ২০২০

জামালপুরে ব্রহ্মপুত্র নদে অবৈধ বাজার উচ্ছেদ

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৬ সেপ্টেম্বর ॥ জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় ব্রহ্মপুত্র নদের শহররক্ষা বাঁধের নিচে অবৈধভাবে স্থাপিত বাজার উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী হাকিম ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম। জানা গেছে, জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় ব্রহ্মপুত্র নদের শহররক্ষা বাঁধের নিচে স্থানীয় একটি প্রভাবশালী মহল প্রশাসনের বিধিনিষেধের কোন তোয়াক্কা না করেই ৪০টি ছোটবড় টিনের দোকানঘর নির্মাণ করে অবৈধভাবে বাজার পরিচালনা করে আসছিল। এর আগেও কয়েকবার এই বাজারটি উচ্ছেদ করে জামালপুর সদর উপজেলা প্রশাসন সেখানে ‘কৃষকের বাজার’ সাইনবোর্ড লিখে প্রতিদিন সকালে একবেলা খোলাস্থানে কৃষিপণ্য শাক-সবজি ও মাছ বিক্রির অনুমতি দিয়েছিল। কিন্তু কিছুদিন সেভাবে চললেও প্রভাবশালীদের ছত্রছায়ায় স্থানীয় কতিপয় ব্যবসায়ী সম্প্রতি বন্যার পানি নেমে যাওয়ার পর পুনরায় সেখানে স্থাপনা নির্মাণ করে অবৈধভাবে বাজার বসায়। এ নিয়ে ফের জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বাজারটি স্থায়ীভাবে উচ্ছেদের দাবি ও পরামর্শ আসে। এর প্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম বুধবার দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
×