ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুলনায় দরিদ্র ১৭১৭ শিক্ষার্থীকে মোবাইল প্রদান

প্রকাশিত: ২১:৩৩, ১৭ সেপ্টেম্বর ২০২০

খুলনায় দরিদ্র ১৭১৭ শিক্ষার্থীকে মোবাইল প্রদান

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ করোনাকালীন পরিস্থিতিতে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে হতদরিদ্র ১৭১৭ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সহায়তা সামগ্রী হিসেবে মোবাইল ফোন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বুধবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জুম এ্যাপের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে জুম ্এ্যাপে আরও সংযুক্ত ছিলেন সিনিয়র সচিব মোঃ আকরাম-আল-হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক সোহেল আহমেদ এবং খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে অনলাইন ভিত্তিক শিক্ষা ব্যবস্থার কোন বিকল্প নেই। বিদ্যালয় বন্ধ থাকার প্রভাব যাতে শিশুদের ওপর না পড়ে সেজন্য সংসদ টিভি, বেতার ও অনলাইন পাঠদান অব্যাহত আছে। সকল শিক্ষার্থীর মোবাইলফোন না থাকা আমাদের একটি সীমাবদ্ধতা। প্রাথমিক বিদ্যালয়ে ধনীদের চেয়ে দরিদ্র পরিবারের শিশুর সংখ্যা বেশি। প্রাথমিক শিক্ষা পর্যায়ে করোনাকালে শিক্ষা কার্যক্রম যাতে বন্ধ না হয় তার জন্য খুলনা জেলা প্রশাসনের গ্রহণ করা এমন উদ্যোগ নিঃসন্দেহে বিরাট ভূমিকা রাখবে। তিনি সকল জেলায় এমন কার্যক্রম চালু করতে জেলা প্রশাসকদের আহ্বান জানান। খুলনায় দরিদ্র পরিবারে মোবাইল ফোন না থাকায় অনলাইন ক্লাস থেকে প্রাথমিকের অনেক শিশু শিক্ষালাভ থেকে বঞ্চিত হচ্ছিল। এই শিশুদের কথা ভেবে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের উদ্যোগে দরিদ্র শিশুদের মাঝে মোবাইল ফোনসেট বিতরণ করা হলো। এনার্জিপ্যাক এবং জি-গ্যাস এই উদ্যোগে আর্থিক সহযোগিতা করছে। খুলনা জেলায় এ ধরনের ১৭১৭ দরিদ্র পরিবারের শিক্ষার্থীর নিকট এ সুবিধা সহজলভ্য করার জন্য প্রাথমিক বিদ্যালয়ের ১২৫০ এবং পর্যায়ক্রমে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য মোট ১৭১৭ টি মোবাইল ফোন বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
×