ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে ভাতিজাকে বাঁচাতে প্রবাসী খুন ॥ আহত ৩

প্রকাশিত: ২১:৩১, ১৭ সেপ্টেম্বর ২০২০

কিশোরগঞ্জে ভাতিজাকে বাঁচাতে প্রবাসী খুন ॥ আহত ৩

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৬ সেপ্টেম্বর ॥ জেলার হোসেনপুরে ভাতিজাকে বাঁচাতে গিয়ে সৌদি প্রবাসী চাচা তাইজুল ইসলাম (৩৫) খুন হয়েছেন। এ সময় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন-নিহতের ভাই আমিনুল, আমিনুলের ছেলে শামীম ও কেরামতের ছেলে জালাল উদ্দিন (৪৫)। তাদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার হাজীপুর বাজারে এ ঘটনা ঘটেছে। উপজেলার সিদলা গড়মাছুয়া গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে নিহত তাইজুল প্রায় ৪ চার মাস আগে ছুটিতে বাড়ি এসে করোনার কারণে আটকা পড়েন। জানা গেছে, আমিনুলের ছেলে শামীম পাশের মেছেড়া গ্রামের আতকাপাড়ার মফিজ উদ্দিনের ছেলে পারভেজের সঙ্গে রাজমিন্ত্রীর সহকারী হিসেবে কাজ করতো। কাজের মজুরি বাবদ পারভেজের কাছে শামীমের ৩৫০ টাকা পাওনা ছিল। এই টাকা দিতে টালবাহানা করলে এ নিয়ে মঙ্গলবার সকালে পারভেজের সঙ্গে শামীমের ঝগড়া হয়। পরে পারভেজ পাওনা টাকা দেয়ার কথা বলে শামীমকে হাজীপুর বাজারে ডেকে নিয়ে জিনারী ইউনিয়নের সদস্য রিপন মিয়ার ঘরে বিকেলে দেন দরবার চলাকালীন শামীমকে ঘরে আটকে রেখে শারীরিক নির্যাতন করে। খবর পেয়ে সন্ধ্যায় ভাতিজাকে উদ্ধার করতে গেলে দেশীয় অস্ত্র ছুরি দ্বারা তাইজুলকে পারভেজ, ইসলাম উদ্দিন, হানিফ গংরা উপর্যুপরি এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় শামীম ও তার দুই চাচাকেও তারা কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌদি প্রবাসী তাইজুলকে মৃত ঘোষণা করেন।
×