ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর দেয়া মাথা গোঁজার ঠাঁই পেয়ে তারা আত্মহারা

প্রকাশিত: ২১:৩১, ১৭ সেপ্টেম্বর ২০২০

প্রধানমন্ত্রীর দেয়া মাথা গোঁজার ঠাঁই পেয়ে তারা আত্মহারা

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ প্রধানমন্ত্রীর দেয়া মাথার গোঁজার ঠাঁই উপহার পেয়ে তারা আনন্দে আত্মহারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে ‘জমি আছে ঘর নেই’ এমন চার শতাধিক পরিবারের মাথা গোঁজার ঠাঁই হয়েছে সিলেটের গোয়াইনঘাটে। কয়েকমাস আগেই জরাজীর্ণ ও ঝুপড়ি ঘরে বসবাস ছিল তাদের। স্বামী পরিত্যক্ত, প্রতিবন্ধী, অসহায় ও হতদরিদ্র, বয়োবৃদ্ধসহ দারিদ্র্যসীমার নিচে বাস করা এসব পরিবার প্রধানমন্ত্রীর দেয়া নতুন ঘরে পেয়ে এখন মহাখুশি। এজন্য এসব পরিবারের সদস্যরা দুই হাত তুলে প্রধানমন্ত্রীর জন্য নামাজ পড়েও দোয়া করছেন। পরিবারগুলোর সদস্যরা বলছেন, দেশ পরিচালনার ভার শেখ হাসিনার হাতে রয়েছে বলেই আজ তারা বাড়ি পেয়েছেন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে সারাদেশে ‘যাদের জমি আছে ঘর নেই’ এমন পরিবারগুলোকে টিনশেড ঘর তৈরি করে দিচ্ছেন। এরই অংশ হিসেবে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৪০১টি পরিবার পেয়েছে নতুন ঘর। গোয়াইনঘাট উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে রুস্তুমপুর ইউনিয়নে ৪৭টি,পশ্চিম জাফলংয়ে ৪৩টি, পূর্ব জাফলংয়ে ৫১টি, লেঙ্গুড়ায় ৫৮টি, পূর্ব আলীরগাঁও ৩০টি, ফতেহপুর ৩৮টি, নন্দীরগাঁও ৪০টি, তোয়াকুল ৩৭টি, ডৌবাড়ী ৩৫টি এবং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ২২ পরিবারকে এই ঘর তৈরি করে দেয়া হয়েছে। একই সঙ্গে নির্মাণ করে দেয়া হয়েছে একটি করে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনও। ঘর পাওয়া পরিবারের সদস্যরা জানান, আগেকার সরকারগুলো গরিব ও মেহনতি মানুষের কোন চিন্তাই করেনি। এই ঘর পাওয়ার পেছনে জনপ্রতিনিধি বা সরকারী কোন কর্মকর্তাকে এক টাকাও উৎকোচ দিতে হয়নি। যাদের জমি আছে ঘর নেই, এমন পরিবারগুলোকে যাচাই-বাছাই করে তালিকাভুক্ত করা হয়। এরপর অগ্রাধিকার ভিত্তিতে এসব ঘর নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ৩৭৭ টি ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
×