ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাদকের দায়ে দণ্ড

প্রকাশিত: ২১:২৬, ১৭ সেপ্টেম্বর ২০২০

মাদকের দায়ে দণ্ড

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৬ সেপ্টেম্বর ॥ গাইবান্ধা সিনিয়র দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক মাদকদ্রব্য আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় বুধবার আব্দুর রশিদ প্রধানকে (২৬) ৭ বছরের সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদ-ের রায় দিয়েছেন। আব্দুর রশিদ গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের চিনিরপটল গ্রামের মৃত আইয়ুব হোসেনের ছেলে। পুলিশ তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করে। তিন চাঁদাবাজ গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৬ সেপ্টেম্বর ॥ মহাদেবপুরে ব্যবসায়ীকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগে অবশেষে গ্রেফতার হলো, উপজেলা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সভাপতি রাজু আহমেদসহ ৩ জন। মঙ্গলবার রাতে রাজধানী ঢাকার হাসকোনা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত অন্য দু’জন হলো, ছাত্রলীগ নেতা নয়ন ও ইমরান মহুরী। মহাদেবপুর থানা পুলিশ বলেন, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় আরএফএল ভিগো শোরুমের স্বত্বাধিকারী সোহেল রানার দোকানে ঢুকে তাকে মারপিট করে তুলে নিয়ে যায় এবং চাঁদা দাবি করে ছাত্রলীগ সভাপতি রাজু ও তার সঙ্গীরা। এ ব্যাপারে ৬ সেপ্টেম্বর রাজু, নয়নসহ আরও ৬-৭ জন অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি ও মারধরের মামলা করে ব্যবসায়ী সোহেল রানা।
×