ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রংপুরে ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে র‌্যাব কমপ্লেক্স

প্রকাশিত: ২১:২৩, ১৭ সেপ্টেম্বর ২০২০

রংপুরে ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে র‌্যাব কমপ্লেক্স

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৬ সেপ্টেম্বর ॥ করোনার কারণে কিছু দিন বন্ধ থাকলেও রংপুরে ৭০ কোটি ১ লাখ ৫৯ হাজার ৬৫৩ টাকা ব্যয়ে র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর দফতরের স্থায়ী কার্যালয় (কমপেক্স ভবন) নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে। এখন পর্যন্ত প্রায় শতকরা ৬০ ভাগ কাজ সম্পন্ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আশা করা হচ্ছে আগামী ২০২১ সালের জুনের শেষ নাগাদ কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন কাজ তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা। বাস্তবায়নকারী সংস্থা রংপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, রংপুর সিটি কর্পোরেশনের উত্তম বেতার পাড়া এলাকায় ২০১৯ সালের মার্চ মাসে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের অব্যবহৃত প্রায় ১০ একর জমিতে র‌্যাব-১৩ কমপ্লেক্সের ভবন নির্মাণ কাজ শুরু হয়। ভবনের প্রাক্কলিত মূল্য ধরা হয় ৭৩ কোটি ৪৯ লাখ টাকা। টেন্ডারের মাধ্যমে ঢাকার ইউসিসিএল টিইএসএসএল জেভি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পায়। র‌্যাব-১৩ কমপ্লেক্সের ভবন নির্মাণের চুক্তি মূল্য নির্ধারিত হয় ৭০ কোটি ১ লাখ ৫৯ হাজার ৬৫৩ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হয় ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি। র‌্যাব-১৩ কমপ্লেক্সে ২৯টি স্থাপনা নির্মাণ করা হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে ৪ তলাবিশিষ্ট অফিস ভবন। প্রথম পর্যায় ২য় তলা পর্যন্ত নির্মিত হবে। ৬ তলাবিশিষ্ট স্টাফ কোয়ার্টার। ৬ তলাবিশিষ্ট ব্যাচেলর অফিসার্স মেস। প্রথম পর্যায় ৪ তলা পর্যন্ত নির্মিত হবে। ২ তলা বিশিষ্ট সিইও কোয়ার্টারের প্রথম পর্যায়ে একতলা পর্যন্ত নির্মিত হবে। ২য় তলাবিশিষ্ট অস্ত্রাগার। এছাড়াও নির্মাণ করা হচ্ছে মালখানা, স্টোর, গ্যারেজ, মসজিদ, রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা এবং সীমানা প্রাচীর অন্যমত। কাজ দেখাশোনার দায়িত্বে থাকা উপবিভাগীয় প্রকৌশলী মোঃ আরিফুর রহমান বলেন, বর্তমানে বিভিন্ন স্থাপনার নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
×