ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৈয়দপুরে রেলের জমিতে ভবন নির্মাণের হিড়িক

প্রকাশিত: ২১:২৩, ১৭ সেপ্টেম্বর ২০২০

সৈয়দপুরে রেলের জমিতে ভবন নির্মাণের হিড়িক

সংবাদদাতা, সৈয়দপুর, ১৬ সেপ্টেম্বর ॥ অভিভাবকহীন হয়ে পড়েছে সৈয়দপুর রেলওয়ে। এর কারণে বেদখলকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা পূর্বের টিনশেড ঘরগুলোতে অপরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মাণে ব্যস্ত হয়ে পড়েছে। এ সকল ভবন প্রকাশ্যে নির্মাণ করা হলেও দেখার কেউ নেই। সৈয়দপুর রেলওয়ে সূত্র মতে, সৈয়দপুর রেলওয়ের ৭৯৮.৯৯ একর ভূমি রয়েছে। এর মধ্যে রেলকারখানা,অবকাঠামো মিলে ২২০ একর। বাকি রয়েছে জলাশয়, ইটভাঁটি ও পতিত জমি। এর মধ্যে রেলের ২৫.৭৫ একর বাণিজ্যিক এলাকা সৈয়দপুর পৌরসভাকে নানা শর্তে প্রদান করা হয়। তবে রেলের অবকাঠামো ছাড়া বাকি সকল শ্রেণীর জমি রয়েছে বেদখলে। সেই জমিতে বেদখলকারীরা বহুতল ভবন নির্মাণে ব্যস্ত হয়ে পড়েছে। এসব জমিতে বহুতল ভবন নির্মাণ বন্ধে পশ্চিমাঞ্চল রেলের পাকশী ডিভিশনের হস্তক্ষেপে ২০১৬ সালে সৈয়দপুর থানায় দুই দফায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে ৭০টি মামলা দায়ের করে। পাশাপাশি আরও ৭২ জনকে অবৈধ দখলদারকে উকিল নোটিস দেয়া হয়। এছাড়া আগে সৈয়দপুর রেলওয়ের জমিতে অস্থায়ীভাবে গড়ে ওঠা মার্কেটে অগ্নিকা-ের ঘটনা ঘটলে আধাকাঁচা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত মালিকরা ওই জায়গায় ৫ শতাধিক বহুতল ভবন নির্মাণ করে। বর্তমানে রেলওয়ে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় বহুতল ভবন নির্মাণের হিড়িক লেগেছে। রেলের এ শহরের চতুর্দিকে অপরিকল্পিতভাবে গড়া হচ্ছে বহুতল ভবন। এ নিয়ে রেলওয়ের সাবেক আইনজীবী রাফিউল ইসলাম খাজা জানান, এ ব্যাপারে স্থানীয় পৌরসভার বিরুদ্ধে আদালত থেকে নক্সা না দেয়ার নিষেধাজ্ঞা রয়েছে। অন্য মামলায় জজকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে বিল্ডিং না করার বিষয়ে। তাই বহুতল ভবন নির্মাণ বন্ধ রাখার জন্য উকিল নোটিস করা হয়েছে। তবে এসব তোয়াক্কা করছে না কেউই। এখন তারা প্রকাশ্যে বহুতল ভবন নির্মাণ করছে।
×