ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, গ্রেফতার ৩

প্রকাশিত: ২০:২৭, ১৬ সেপ্টেম্বর ২০২০

সীতাকুন্ডে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, গ্রেফতার ৩

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের সীতাকুন্ডে ইয়াবাসহ প্রাইভেটকার জদ্ব করেছে মডেল থানা পুলিশ। এ সময় পুলিশ প্রাইভেটকারে থাকা ৩ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার পূর্বক বুধবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। গত মঙ্গলবার রাতেই সীতাকুন্ড পৌরসদর কাঁচা বাজারস্থ মহাসড়কে অভিযান চালিয়ে আসামীদের আটক করেন। তবে মামলার অভিযুক্ত আরো তিন আসামী পলাতক রয়েছে। মামলা পরবর্তী আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণকৃত আসামীরা হলেন টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার চর পাকুটিয়া এলাকার আবু তাহেরের পুত্র মো.শিহাব(৩১),ব্রাক্ষণবাড়ীয় জেলার সড়াইল থানার শাহবাজপুর ও বর্তমানে ঢাকা খিলক্ষেত নিকুঞ্জ এলাকার মৃত ফিরোজ মিয়ার পুত্র মো.ফরহাদ মিয়া(৩০) ও বরিশাল জেলার কোতয়ালী থানার কাশিপুর এলাকার আব্দুল করিমের পুত্র মো.সেলিম(২৫)। জানা যায়,গত মঙ্গলবার রাতেই টহল পুলিশের অভিযান পরিচালনা করার সময় সীতাকু- পৌরসদর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচাবাজার এলাকায় ঢাকামুখি একটি প্রাইভেটকার সন্দেহ হলে গতিরোধ করার চেষ্টা করেন পুলিশ। এ সময় প্রাইভেটকারে থাকা ইয়াবা ব্যবসায়ীরা পুলিশ কোন কিছু বুঝে উঠার আগে দ্রুগ গতিতে গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু নাছোড় বান্দা পুলিশও শতভাগ নিশ্চিত হয়ে পিছনে পিছনে দৌড়াতে থাকে। এক পর্যায়ে মহাসড়কের শেখ পাড়া নামক স্থানে তাদেরকে প্রাইভেটকারসহ আটক করেন। পরে গাড়িটি তল্লাশি করে গাড়ির ভিতর বিশেষস্থানে ২৮৭৫ পিস ইয়াবা উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সাথে আরো তিন আসামী এই ইয়াবা ব্যবসায় জড়িত বলে স্বীকার করেন। পুলিশ আটককৃত তিন আসামী ও জদ্বকৃত প্রাইভেটকার ও উদ্ধারকৃত ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেখিয়ে আদালতের মাধ্যমে আসামীদের জেল হাজতে প্রেরণ করেন। এ বিষয়ে জানতে চাইলে সীতাকুন্ড মডেল থানার ওসি তদন্ত সুমন বণিক বলেন,“গ্রেফতারকৃত আসামী,জদ্বকৃত প্রাইভেটকার ও উদ্ধারকৃত ইয়াবা আমরা মাদক দ্রব্য আইনে মামলা পরবর্তী আদালতের মাধ্যমে আসামীদের জেল হাজতে প্রেরণ করেছি। আসামীদের স্বীকারোক্তিমতে মামলায় আরো ৩ আসামী পলাতক রয়েছেন। মাদক নিমূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
×