ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে পাঁচজন ব্যবসায়ীকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১৯:২১, ১৬ সেপ্টেম্বর ২০২০

বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে পাঁচজন ব্যবসায়ীকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে পাঁচজন ব্যবসায়ীকে মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারাদেশের ন্যায় জামালপুরেও পেঁয়াজের দাম রাতারাতি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিন বুধবার সকালে জামালপুর সদরের নান্দিনা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় নান্দিনা বাজারের ব্যবসায়ী স্বপন হোসেন ও আবু বক্কর সিদ্দিকি তাদের দোকানে প্রতিকেজি পেঁয়াজ ৭৫ টাকা করে বিক্রি করছিলেন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে ব্যবসায়ী স্বপন হোসেনকে ১০ হাজার টাকা এবং আবু বক্কর সিদ্দিকিকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন। পরে তারা জরিমানার টাকা পরিশোধ করে ভ্রাম্যমাণ আদালত থেকে মুক্তি পান। একই দিন দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে জামালপুর শহরের ডাকপাড়া কাঁচাবাজারে অভিযান চালান জামালপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম। সেই বাজারেও ৭৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছিল। এ সময় অভিযানে থাকা নির্বাহী হাকিম মো. ইবনুল আবেদীন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে ব্যবসায়ী শফিকুল ইসলাম, মো. দিদারুল আলম ও আব্দুল জলিল প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন। তারা জরিমানার টাকা পরিশোধ করে ভ্রাম্যমাণ আদালত থেকে মুক্তি পান।
×