ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বানিজ্য মন্ত্রনালয়ের মাধ্যমে পেঁয়াজ আমদানি করে বাজার স্বাভাবিক রাখা সম্ভব নয় - জি এম কাদের

প্রকাশিত: ১৭:৫৬, ১৬ সেপ্টেম্বর ২০২০

বানিজ্য মন্ত্রনালয়ের মাধ্যমে পেঁয়াজ আমদানি করে বাজার স্বাভাবিক রাখা সম্ভব নয় - জি এম কাদের

স্টাফ রিপোর্টার ॥ টিসিবি’র মাধ্যমে পেঁয়াজ সরবরাহ করে বাজার স্বাভাবিক করা সম্ভব নয় মন্তব্য করে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, টিসিবি’র মাধ্যমে একটি অংশকে রিলিফ দেয়া সম্ভব। আবার বানিজ্য মন্ত্রনালয়ের মাধ্যমে পেঁয়াজ আমদানী করে বাজার স্বাভাবিক রাখা সম্ভব নয়। বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের পেঁয়াজ আমদানী করতে দিতে হবে। ব্যবসায়ীদের আমদানীর সকল খরচ সহ নির্দিষ্ট ব্যবসা নিশ্চিত করে বিক্রিতে প্রয়োজনে সরকারীভাবে তদারকি থাকতে পারে। এতে আমদানী বাড়বে এবং বাজার স্বাভাবিক থাকবে। বুধবার জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয়ে জাতীয় সড়ক পরিবহন মটর শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এই মন্ত্রী এসব কথা বলেন। জাতীয় সড়ক পরিবহন মটর শ্রমিক ফেডারেশনের সভাপতি ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জি এম কাদের আরো বলেন, শ্রমিকদের কল্যাণ তহবিলের নামে হাজার কোটি টাকা কিছু সংখ্যক মানুষ লোটপাট করেছে। সাধারণ শ্রমিকদের ভাগ্য উন্নয়নে শ্রমিক কল্যাণ তহবিলের টাকা কখনোই ব্যয় হয়নি। তাই শ্রমিক কল্যাণ তহবিলের অডিট হওয়া জরুরী। তিনি বলেন, সরকারীভাবেই শ্রমিক কল্যাণ তহবিলের টাকা সংগ্রহ করে শ্রমিকদের কল্যাণে খরচ করতে পারে। সেক্ষেত্রে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করতে পারে সরকার। জাপা চেয়ারম্যান বলেন, শ্রমিকদের নামে ওঠা চাঁদায় অনেকেই দেশে অট্টালিকা তৈরী করেছে। কারো কারো অট্টালিকা বিদেশেও আছে। চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে খুনোখুনি পর্যন্ত ঘটে। শুধু ভাগ্য ফেরেনা হতভাগা শ্রমিকদের। তিনি বলেন, দেশের শ্রমিক সংগঠনগুলো এতটাই শক্তিশালী যে সরকার তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। বরং শ্রমিক সংগঠনগুলোই অনেকাংশে সরকারকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। তিনি বলেন, দেশের অন্যান্য সংগঠনের মতই শ্রমিক সংগঠনগুলোকে সরকারের পুরো নিয়ন্ত্রণে রাখতে হবে। সভাপতির বক্তব্যে মোস্তাকুর রহমান মোস্তাক বলেন, যারা শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা লুটপাট করেছে তাদের দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে আইনের মুখোমুখি করতে হবে। মালিক কর্তৃক প্রতিটি শ্রমিকদের নিয়োগ পত্র নিশ্চিত করতেও দাবি জানান তিনি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, দলের প্রেসিডিয়াম সদস্য- আজম খান, শামীম হায়দার পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান- মেজর আব্দুস সালাম (অব.), আহসান আদেলুর রহমান, মোঃ মঞ্জুর হোসেন মঞ্জু, এম.এ. রাজ্জাক খান, দেলোয়ার হোসেন মিলন, আবুল কাশেম, মেহেদী হাসান শিপন, আব্দুল লতিফ সরকার, জমিরুল হক লিটন, মোঃ আরিফুর রহমান প্রমুখ।
×