ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিরোধপূর্ণ চীনা সীমান্তে ভারতের সেনা-রসদ সরবরাহ শুরু

প্রকাশিত: ১৩:২০, ১৬ সেপ্টেম্বর ২০২০

বিরোধপূর্ণ চীনা সীমান্তে ভারতের সেনা-রসদ সরবরাহ শুরু

অনলাইন ডেস্ক ॥ তীব্র শীতের হাত থেকে সেনাদের রক্ষায় হিমালয়ে বিরোধপূর্ণ চীনা সীমান্ত এলাকায় ভারতীয় সামরিক বাহিনীর পুরো পরিবহন নেটওয়ার্ক সক্রিয়ভাবে কাজ শুরু করেছে। সাম্প্রতিক মাসগুলোতে, তিব্বতের সীমান্তবর্তী অঞ্চল লাদাখে কয়েক বছরের মধ্যে ভারতের অন্যতম বৃহত্তম সামরিক রসদ- প্রচুর পরিমাণে গোলাবারুদ, সরঞ্জাম, জ্বালানী, শীতের সরবরাহ এবং খাদ্য পাঠানো হয়েছে। খবর- রয়টার্স। চীনা সীমান্ত ঘেঁষা তুষার আবৃত লাদাখে গত মে এবং জুনে ঘটে যাওয়া হাতাহাতি যুদ্ধের পরপরই ভারতকে এমন পদক্ষেপ নিতে দেখা গেল। যেখানে বিশজন ভারতীয় সেনা নিহত হয়েছিল। যদিও উভয় দেশই এই সংঘাতের সমাধানের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে কোন পক্ষই এখন পর্যন্ত পিছপা হয়নি। এদিকে ভারতীয় সামরিক বাহিনী এখন শীতকালে অমীমাংসিত হাই অল্টিচুড সীমান্তেও সেনা মোতায়েন রাখতে প্রস্তুত। পূর্ব লাদাখে সাধারনত ২০ থেকে ৩০ হাজারের বেশি সেনা মোতায়েন থাকত। কিন্তু সেখানে দ্বিগুণেরও বেশি সেনা মোতায়েন করা হয়েছে।
×