ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অবশেষে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ষাটগম্বুজ মসজিদ ও যাদুঘর

প্রকাশিত: ১৩:০০, ১৬ সেপ্টেম্বর ২০২০

অবশেষে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ষাটগম্বুজ মসজিদ ও যাদুঘর

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ করোনা দুর্যোগে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর আজ বুধবার সকাল থেকে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট যাদুঘর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব নাদিরা সুলতানার সই করা এক চিঠিতে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থী প্রবেশের অনুমতি দেওয়া হয়। ফলে বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ ও যাদুঘরসহ সব প্রত্নস্থলে এখন থেকে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থী প্রবেশ করতে পারছেন। তবে জেলার আরেক বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে দর্শনার্থী প্রবেশের বিষয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মাদ বেলায়েত হোসেন। প্রতœতত্ত্ব অধিদফতরের বাগেরহাটের কাস্টোডিয়ান গোলাম ফেরদাউস বলেন, করোনা পরিস্থিতিতে এ বছরের ১৯ মার্চ থেকে আমাদের ষাটগম্বুজ মসজিদ, বাগেরহাট যাদুঘরসহ অন্যান্য প্রত্নস্থলগুলো বন্ধ ছিল। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে আজ সকাল থেকে আমাদের প্রত্নস্থলগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তবে আগের মত অনেক লোক একসঙ্গে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সম্ভব সর্বপ্রকার চেষ্টা করা হচ্ছে।
×