ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কৃষিপণ্য প্রক্রিয়াজাতে বিনিয়োগে এফএওর সহযোগিতা চান মন্ত্রী

প্রকাশিত: ০০:২৯, ১৬ সেপ্টেম্বর ২০২০

কৃষিপণ্য প্রক্রিয়াজাতে বিনিয়োগে এফএওর সহযোগিতা চান মন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ খাতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের ক্ষেত্রে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সহযোগিতা চাইলেন কৃষিমন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক। মঙ্গলবার সচিবালয়ে এফএওর বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন সাক্ষাত করতে এলে কৃষিমন্ত্রী এ সহযোগিতা চান। কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতকালে ২০২২ সালে এফএওর ৩৬তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন বাংলাদেশে আয়োজনের পূর্ব-প্রস্তুতি, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, কৃষিতে ইনোভেশন ল্যাব, করোনা পরিস্থিতিতে কৃষিক্ষেত্রে চ্যালেঞ্জ এবং কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ বিষয়ে আলোচনা হয়। কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারের নানাবিধ উদ্যোগ এবং কৃষিখাতে প্রণোদনার ফলে কৃষিতে অভাবনীয় সাফল্য এসেছে। বাংলাদেশ দানাদার জাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এখন দেশে কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ খুবই প্রয়োজন। স্থানীয়ভাবে প্রক্রিয়াজাতকরণ কিছুটা হচ্ছে। তবে কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণে নেসলে, কেলোগ প্রভৃতির মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা দরকার, আন্তর্জাতিক বিনিয়োগ দরকার। এ সময় কৃষিমন্ত্রী কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ ও সহায়তা নেয়ার জন্য খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতা কামনা করেন।
×