ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিজ্ঞান জাদুঘরে যুদ্ধবিমান প্রদর্শনী

প্রকাশিত: ০০:২০, ১৬ সেপ্টেম্বর ২০২০

বিজ্ঞান জাদুঘরে যুদ্ধবিমান প্রদর্শনী

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, বাংলাদেশ পারমাণবিক শক্তি ব্যবহারে বিশ^ মানচিত্রে স্থান নিয়েছে। তিনি সোমবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে শোকাবহ আগস্ট স্মরণে বঙ্গবন্ধু স্মারক বিজ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে এ কথা বলেন। মন্ত্রী বিজ্ঞান জাদুঘরে প্রায় ২০ বছর পরিত্যক্ত অবস্থায় থাকা এফ-৬ যুদ্ধবিমানটির আধুনিকীকরণ কাজ শেষে নতুন আঙ্গিকে তা প্রদর্শনীর জন্য উন্মুক্ত করেন। অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, বিজ্ঞান জাদুঘরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ব্যাপক আধুনিকীকরণ কাজ চলছে। এফ-৬ যুদ্ধবিমান সংস্কারে বাংলাদেশী মেধাবী প্রকৌশলী তানজিয়ার অবদান প্রশংসনীয়। -বিজ্ঞপ্তি
×