ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংশোধনী

প্রকাশিত: ০০:১৯, ১৬ সেপ্টেম্বর ২০২০

সংশোধনী

মঙ্গলবার দৈনিক জনকণ্ঠের শেষের পাতায় ‘সুপ্রীমকোর্টে শীঘ্রই আরও বিচারপতি নিয়োগ’ শিরোনামে এক জায়গায় সর্বশেষ ২০১৮ সালের ৩০ মে ১৮ বিচারপতি নিয়োগ দেয়া হয়েছিল। তাঁদের ২০২০ সালের ৩০ মে স্থায়ী করা হয়। আসলে এর পরের অংশে হবে সর্বশেষ ২০১৯ সালের ২০ অক্টোবর ৯ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেয়া হয়। তাদের ২০১৯ সালের ২১ অক্টোবর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শপথগ্রহণ করান। এই ৯ অতিরিক্ত বিচারপতি হলেন- বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি ড. মোঃ জাকির হোসেন, বিচারপতি ড. মোঃ আখতারুজ্জামান, বিচারপতি মোঃ মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি কাজী ইবাদত হোসেন, বিচারপতি কে এম জাহিদ সারওয়ার, বিচারপতি একেএম জহিরুল হক এবং বিচারপতি কাজী জিনাত হক। অনবধানতাবশতঃ সর্বশেষ বিচারপতি নিয়োগ ২০১৯ সালের ২০ অক্টোবর-এর স্থলে ২০১৮ সালের ৩০ মে লেখা হয়েছে। এই নয় বিচারপতিসহ বর্তমানে সুপ্রীমকোর্টে উভয় বিভাগে ১০২ জন বিচারপতি রয়েছেন।
×