ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতিসংঘের তিন সংস্থার নির্বাহী সদস্য হলো বাংলাদেশ

প্রকাশিত: ০০:১৭, ১৬ সেপ্টেম্বর ২০২০

জাতিসংঘের তিন সংস্থার নির্বাহী সদস্য হলো বাংলাদেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ জাতিসংঘের তিন অঙ্গ সংস্থা ইউএনডিপি, ইউএনএফপিএ, ইউএনওপিএস এর নির্বাহী বোর্ডে সদস্য নির্বাচিত হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১-২০২৩ মেয়াদের জন্য গঠিত কমিটির নির্বাচনে বাংলাদেশ ৫৪ ভোটের মধ্যে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নির্বাচনে একটি মাত্র সদস্য দেশ ভোটদানে বিরত থাকে। খবর বাসসর। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পহেলা জানুয়ারি ২০২১ থেকে নবনির্বাচিত এই নির্বাহী বোর্ড কাজ শুরু করবে। ৫৪ সদস্যবিশিষ্ট জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসক) আট অঙ্গ সংস্থার এই নির্বাচন জাতিসংঘ সদর দফতরে সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বাংলাদেশ বর্তমানেও ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সদস্য।
×