ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সভাপতিমণ্ডলীর সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

প্রকাশিত: ২৩:১২, ১৬ সেপ্টেম্বর ২০২০

সভাপতিমণ্ডলীর সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

বিশেষ প্রতিনিধি ॥ তৃণমূলে দলকে সুসংগঠিত, আসন্ন পাঁচ উপ-নির্বাচনে দলের বিজয়ে করণীয় নির্ধারণসহ গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত নিতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিম-লীর সদস্যদের সঙ্গে দ্বিতীয় দফায় আজ বুধবার বৈঠকে বসছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে আজ বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারী বাসভবন গণভবনে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। দলের একাধিক সভাপতিম-লীর সদস্য জানান, করোনাকালীন সারাদেশে ঝিমিয়ে পড়া দলীয় সাংগঠনিক কার্যক্রমকে চাঙ্গা ও গতিশীল করা, করোনাকালীন সরকারের সাফল্যে-অর্জন, আসন্ন পাঁচ উপ-নির্বাচন এবং সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে আজকের সভাপতিম-লীর বৈঠক থেকে। তবে বৈঠকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যে সাতটি পদ শূন্য রয়েছে সেটি পূরণ করার এখতিয়ার দলীয় সভানেত্রী শেখ হাসিনার। এটি নিয়ে বৈঠকে আলোচনার সম্ভাবনা কম। দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম, অনুপ্রবেশ ইস্যুতে কঠোর অবস্থান, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, সম্মেলন হওয়া সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি এবং বিভাগীয় উপ-কমিটিগুলোর বিষয়ে আলোচনা হতে পারে বৈঠকে। একই সঙ্গে আসন্ন পাঁচটি উপনির্বাচন ও পৌরসভা নির্বাচন নিয়েও আলোচনা হতে পারে। এদিকে করোনাভাইরাসের কারণে ছয় মাসের অধিক সময় আওয়ামী লীগের সভাপতিম-লীর কোন বৈঠক অনুষ্ঠিত হয়নি। নবেম্বরে দলের ২১তম জাতীয় সম্মেলনের পর একবার সভাপতিম-লীর বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। আজ সর্বোচ্চ নীতিনির্ধারণী এই ফোরামের দ্বিতীয় দফা বৈঠক হবে। এর মধ্যে আওয়ামী লীগের দুজন প্রভাবশালী সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম ও এ্যাডভোকেট সাহারা খাতুন প্রয়াত হয়েছেন। এ দুজন ছাড়াও ধর্ম বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের তিনটি সদস্যপদ শূন্য রয়েছে।
×