ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তিতাসের উচ্ছেদ অভিযানে ৩৪০ ফুট অবৈধ গ্যাস পাইপ অপসারণ

প্রকাশিত: ২০:২৪, ১৫ সেপ্টেম্বর ২০২০

তিতাসের উচ্ছেদ অভিযানে ৩৪০ ফুট অবৈধ গ্যাস পাইপ অপসারণ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ অবশেষে নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করেছে তিতাস গ্যাস কোম্পানী কর্তৃপক্ষ। মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় ৩৪০ ফুট অবৈধ গ্যাসের পাইপ অপসারণ ও ৬টি বাসাবাড়ির অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও র‌্যাব-১১’র যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী রবিউল ইসলাম, ব্যবস্থাপক প্রকৌশলী (মিটারিং এন্ড বিজিল্যান্স) গোলাম মোস্তফা ও র‌্যাব-১১’র সহকারি পুলিশ সুপার মোঃ সম্রাট তালুকদার প্রমূখ। ফতুল্লা জোনোর ব্যবস্থাপক রবিউল ইসলাম জানান, সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে বেলা ১১ টা থেকে বিকেল পর্যন্ত র‌্যাবের সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ সময় অবৈধভাবে নেয়া ৩৪০ ফুট গ্যাসের পাইপ মাটি খুড়ে অপসারণ করা হয়েছে। এছাড়াও ৬টি বাসাবাড়িতে নেয়া গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিনি আরো বলেন, অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে। গত ৪ সেপ্টেম্বর রাত পৌঁনে ৯টায় ফতুল্লার পশ্চিমতল্লা বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজ চলাকালীন সময়ে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় ৩১ জন ধর্মপ্রাণ মুসুল্লি অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিভাবে নিহত হন। একই ঘটনায় এখনও ৫ জন অগ্নিদগ্ধ অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তিতাস, ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন, ডিপিডিসি ও সিটি কর্পোরেশন ৫টি পৃথক তদন্ত কমিটি গঠন করে। এ বিস্ফোরণে ঘটনায় ফতুল্লা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় তদন্ত কমিটি সরেজমিন তদন্তে এসে প্রাথমিকভাবে ধারণা করেছেন গ্যাসের লিকেজ থেকেই মসজিদে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের ঘটনার পর টনক নড়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের। ভয়াবহ এই বিস্ফোরণের পর তিতাস গ্যাসের অবৈধ সংযোগের বিষয়টি আবারো সামনে চলে আসে।
×