ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে ৪ প্রতিষ্ঠানে ৭০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ২০:১৮, ১৫ সেপ্টেম্বর ২০২০

মাদারীপুরে ৪ প্রতিষ্ঠানে ৭০ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মঙ্গলবার দুপুরে শিবচরে ৪ ক্লিনিকে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় লাইসেন্স ও সেবার মূল্য তালিকা সঠিক না থাকায় ৪ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে-অ্যাপোলো ডায়াগনষ্টিক সেন্টার, নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, শিবচর স্কায়ার ডায়াগনস্টিক সেন্টার ও খান ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। অভিযানে সহযোগিতা করে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান,' লাইসেন্স ও সেবার মুল্য তালিকা না থাকাসহ নানা অসঙ্গতির কারণে তাদের জরিমানা করা হয়েছে। পুরো জেলায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
×