ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজধানীতে প্রায় ৯ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১৮:০৩, ১৫ সেপ্টেম্বর ২০২০

রাজধানীতে প্রায় ৯ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী হাতিরঝিল ও যাত্রাবাড়িতে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। গংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মঙ্গলবার ভোরেরদিকে রাজধানীর পশ্চিম রামপুরা এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ আলাউদ্দিন (৩৫) ও মোঃ আজিজুল হক (২৫)। এসময় তাদের কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এদিকে এদিন দুপুরে ডিবি পুলিশ গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে তিনদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মোঃ সাইফুর রহমান আজাদ জানান, মঙ্গলবার ভোরেরদিকে গোপন সংবাদের ভিত্তিতে হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আলাউদ্দিন একটি পরিবহনের চালক। এডিসি সাইফুর রহমান জানান, তারা রাজধানীর বিভিন্ন এলাকায় মাদককারবারিদের কাছে ইয়াবা সরবরাহ করতেন বলে তথ্য রয়েছে। এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপি হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়ছে। ডিবির এ কর্মকর্তা জানান, মাদক মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুই আসামিকে তিনদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। তাদের এ চক্রের আরও সদস্য রয়েছে বলে ধারণা করা হচ্ছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে আরও তথ্য বেরিয়ে আসতে পারে। এদিকে রাজধানীর যাত্রাবাড়ীতে সোমবার রাতে ৫ হাজার ৮৫০ পিস ইয়াবা মোঃ ইয়াসিন আরাফাত (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাজহারুল ইসলাম জানান, সোমবার রাতে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইয়াসিন আরাফাত পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
×