ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবার বরেন্দ্র অঞ্চলে ব্যাপক আমনের চাষ

প্রকাশিত: ১৭:২৫, ১৫ সেপ্টেম্বর ২০২০

এবার বরেন্দ্র অঞ্চলে ব্যাপক আমনের চাষ

স্টাফ রির্পোটার, চাঁপাইনবাবগঞ্জ ॥ অধিক বৃষ্টিপাতের কারণে এবার বরেন্দ্র অঞ্চেলে আমনের আবাদ বেড়েছে। বেড়েছে অন্যান্য ফসলের পরিমান বিশেষ করে আউশ ধান, পান, মরিচ ও সবজির আবাদ। এছাড়াও এবার চাঁপাইনবাবগঞ্জ এ ৭৫ হাজার ৪৪৫ হেক্টর ও রাজশাহী অঞ্চলে ৯৬ হাজার পাঁচশত হেক্টর ও নওগাঁ জেলার প্রায় ১ লাখের উপর হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। এই তিনটি জেলা একবারে পাশাপাশি। রাজশাহী কৃষি অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ সামশুল হক এই তথ্য দিয়ে বলেন বন্যা ও জলবদ্ধতার পানি নেমে যাবার পরেও আমন চাষীরা এখন ও আমনের চারা রোপণ করে চলেছেন। এছাড়া এবার আমনের ধানের দাম থাকায় চাষীরা অধিকহারে আমন চাষে মনোযোগী হয়েছেন। চাষীরা আশা করেছেন এবার ও অধিকমূল্য পাবেন তারা আমনের ধান বিক্রি করে। তারা আরও আশা করেন এবার বৃষ্টি অব্যাহত থাকায় আমনের ফলন বৃদ্ধি পাবে। এছাড়াও কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মচারী ও কর্মকর্তারা সঠিক আমন ধানের নানান ধরনের পরামর্শ দিয়ে চলেছেন যাতে ফলন বৃদ্ধি পেয়ে চাষীরা উপকৃত হয়।
×