ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউনিসেফের বিজ্ঞাপনে রিয়াজ

প্রকাশিত: ০০:০৩, ১৫ সেপ্টেম্বর ২০২০

ইউনিসেফের বিজ্ঞাপনে রিয়াজ

সংস্কৃতি ডেস্ক ॥ জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদ বর্তমানে সিনেমায় আগের মতো নিয়মিত নন। ব্যবসা ও সংসারে সময় দিচ্ছেন। পছন্দমতো কিছু কাজ পেলে শূটিং করেন। বিশেষ দিবস উপলক্ষে নাটক-টেলিফিল্মে দেখা যায় তাকে। কাজ করছেন আলোচিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’- এ। করোনার জন্য অনেক দিন শূটিং করেননি। অবশেষে ফিরলেন তিনি বিজ্ঞাপন দিয়ে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ইউনিসেফের একটি বিজ্ঞাপনে অভিনয় করছেন চিত্রনায়ক রিয়াজ। শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানোর ওপর গুরুত্বারোপ করে বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে। বিজ্ঞাপনটি পরিচালনা করছেন মাহফুজুল হক আশিক। শনিবার থেকে রাজধানীর অদূরে পুবাইলে এর শূটিং শুরু হয়েছে। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই শূটিং করা হচ্ছে বলে রিয়াজ জানিয়েছেন। তিনি বলেন, করোনার এই সময়ে আসলে সচেতনতার বিকল্প নেই। যে কোন ইউনিটে কাজ করার আগে আমি প্রথমেই জেনে নেই কী ধরনের সচেতনতা তারা নিয়েছে। তারপর সেটি আমার নিরাপদ মনে হলে কাজের জন্য সায় দেই। এছাড়া কোন উপায়ও নেই আসলে। এখানে শুধু একজন মানুষের নিরাপত্তার প্রশ্ন নয়। একজন আক্রান্ত মানে তার পরিবার, কাছের লোকরাও ঝুঁকিতে থাকে। ঝুঁকির জন্য কাজ বন্ধ করে বসে থাকারও উপায় নেই। একটু সচেতন হয়ে কাজ করতে হয়, করছি। এ বিজ্ঞাপনের পুরো টিমটি বেশ চমৎকার। এদিকে ছবিতে শূটিংয়ের জন্যও প্রস্তুতি নিচ্ছেন রিয়াজ। অক্টোবরের মাঝামাঝি দীপঙ্কর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ ছবির শূটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এ তারকা। এ ছবিতে তিনি একজন র‌্যাব অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। সুন্দরবন এলাকায় জলদস্যু দমনে র‌্যাবের বেশকিছু অপারেশনকে কেন্দ্র করেই এ ছবির পটভূমি তৈরি হয়েছে।
×