ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বৃষ্টি শুরু হওয়ায় ছেদ পড়েছে তালপাকা গরমে

প্রকাশিত: ২৩:০৪, ১৫ সেপ্টেম্বর ২০২০

বৃষ্টি শুরু হওয়ায় ছেদ পড়েছে তালপাকা গরমে

স্টাফ রিপোর্টার ॥ ভাদ্রের তালপাকা গরমের আধিক্য চলছিল কিছুদিন ধরেই। তবে সেই গরমের কিছুটা হলেও ছেদ পড়েছে। সোমবার থেকে সারাদেশে শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন বিচ্ছিন্নভাবে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এদিকে বৃষ্টির কারণে তাপমাত্রা কমে আবহাওয়ায় অনেকটাই শান্তভাব বিরাজ করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে আবার একটি লঘুচাপ তৈরি হয়েছে। লঘুচাপটি বাংলাদেশ থেকে বেশ দূরে অবস্থিত। লঘুচাপটির অবস্থান ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলের কাছাকাছি। লঘুচাপের প্রভাবে বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ এলাকায় মেঘমালা ছড়িয়ে পড়েছে। এ কারণে বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বয়ে যাচ্ছে। আগামী কয়েকদিনে তা বাড়তে পারে। সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সোমবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়োহাওয়াসহ বৃষ্টি হচ্ছে। এ কারণে নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
×