ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উন্নত রাষ্ট্র গঠনে কাজ করছেন শেখ হাসিনা ॥ পূর্ত প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২১:৩৯, ১৪ সেপ্টেম্বর ২০২০

উন্নত রাষ্ট্র গঠনে কাজ করছেন শেখ হাসিনা ॥ পূর্ত প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ শ্রেষ্ঠ জাতি ও বাংলাদেশকে উন্নত রাষ্ট্র গঠনে শেখ হাসিনা দিনরাত কাজ করছেন। তাই তাঁর নেতৃত্বে আস্থা রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। একইসঙ্গে সেবা প্রার্থীদের দ্রুত সেবা দিতে কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছেন তিনি। রবিবার বেলা ১১টায় রাজধানীর মিরপুর ১১ নম্বর সেক্টরের বাউনিয়াবাঁধ এলাকার ২ হাজার ৬০০ বাস্তুহারা পরিবারের পুনর্বাসন প্রকল্পে প্লটের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। বাউনিয়াবাঁধ ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় মন্ত্রী ৯৩ প্লটের দলিল গ্রহীতাদের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোঃ দেলোয়ার হায়দারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১৬ আসনের এমপি ইলিয়াস উদ্দীন মোল্লাহ ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রতিমন্ত্রী বলেন, দেশ গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা অতুলনীয়। মনে রাখবেন একদিনে বাংলাদেশ এ পর্যায়ে আসেনি। দীর্ঘ সংগ্রাম আর ত্যাগ তিতীক্ষার পর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে বিস্ময়। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা কঠোর পরিশ্রম করে দেশকে এ পর্যায়ে নিয়ে এসেছেন। দিনরাত কাজ করে যাচ্ছেন কিভাবে বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া যায়। বঙ্গবন্ধু যে সব স্বপ্ন দেখেছেন তা আজ বাস্তবে পরিণত করছেন তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনা। প্রতিমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গঠনের কাজ এগিয়ে নিতে সকলকে বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, আজ ঢাকার বুক চিড়ে চলছে মেট্রোরেল নির্মাণের কাজ, চ্যালেঞ্জ করে নির্মিত হচ্ছে পদ্মা সেতু, চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ট্যানেল নির্মাণ করার কাজ প্রায় ৬০ ভাগ শেষ, বাংলাদেশকে আলোকিত করতে ঘরে ঘরে আলো জ্বালিয়ে দিচ্ছে। এর বাইরেও শিক্ষার আলো ছড়িয়ে দিতে বছরের প্রথম দিনেই কোটি কোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেয়াসহ অসংখ্য স্বপ্নের বাস্তবায়নকারী তিনি। তাই তার প্রতি আস্থা রাখুন দেশ এগিয়ে যাবেই। বাস্তুহারা পরিবারের প্লটের দলিল প্রসঙ্গে প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, দীর্ঘ ৪৭ বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাস্তুহারাদের দেয়া জমি বরাদ্দের দলিল আজ বুঝে পেতে যাচ্ছেন ২ হাজার ৬০০ পরিবার। দেশের বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন এলাকার নাগরিকদের রাজধানীতে বসবাসের জন্য বঙ্গবন্ধু ১৯৭২-৭৩ অর্থবছরে মিরপুরের বাউনিয়াবাঁধ এলাকায় এক খন্ড করে জমি বরাদ্দ প্রদান করেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর সেই জমি বরাদ্দ পাওয়া লোকজন তাদের জমির মালিকানা হিসেবে দলিল বুঝে পাননি। তারা তাই দীর্ঘ বছর পর বরাদ্দ গ্রহীতাদের জমির দলিল বুঝিয়ে দেয়া হচ্ছে। তিনি বলেন, আজ আমি ৯৩ প্লটের দলিল বুঝিয়ে দিয়েছি বাকি দলিলগুলো শীঘ্রই সকল সমস্যার সমাধান করে বরাদ্দ গ্রহীতাদের বুঝিয়ে দিতে সচিব ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে নির্দেশ দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সাধারণ মানুষের অধিকারের কথা বলেছেন। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। কিন্তু অন্যায়ের সঙ্গে কখনও আপোস করেননি। মানুষের খাদ্য বস্ত্র চিকিৎসাসহ মানসম্মত আবাসন ব্যবস্থা নিশ্চিত করা ছিল বঙ্গবন্ধুর একটি অন্যতম স্বপ্ন। সে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত আজকের এই দলিল হস্তান্তর।
×