ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় করোনায় তিনজনের মৃত্যু

প্রকাশিত: ২১:৩৭, ১৪ সেপ্টেম্বর ২০২০

বগুড়ায় করোনায় তিনজনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ৩ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন- সারিয়াকান্দি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ কামারুজ্জামান (৬৫), কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মহসিন আলী (৫৪) ও গাইবান্ধার জগন্নাথপুরের কৃষক আনিসুর রহমান (৬৭)। অন্যদিকে নওগাঁয় চিকিৎসক, সিনিয়র নার্স, পরিসংখ্যানবিদ ও স্বাস্থ্য সহকারীসহ নতুন করে ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনার কারণে রবিবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জেলায় যাদের শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়নি এমন ৩৯ জনকে কোয়ারেন্টাইন শেষে মুক্ত করে দেয়া হয়েছে। অন্যদিকে নতুন করে যাদের শরীরে করোনা আছে বলে সন্দেহ করা হয়েছে এমন ৪৪ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বগুড়া ॥ বগুড়ায় গত ২৪ ঘণ্টায় রবিবার পর্যন্ত করোনায় আক্রান্ত ৩ জনের মৃত্যু হয়েছে। দুইটি আরটি পিসিআর ল্যাবে ২২৩ জনের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৩১ জনের। এ নিয়ে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৭১৬০ জন। এদিকে একই সময়ে ৫৫ জন সুস্থ হয়ে এই সংখ্যা পৌঁছেছে ৬১৩৭। করোনায় যে তিন জন মারা গেছেন তারা হলেন- সারিয়াকান্দি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ কামারুজ্জামান (৬৫), কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মহসিন আলী (৫৪) ও গাইবান্ধার জগন্নাথপুরের কৃষক আনিসুর রহমান (৬৭)। তারা শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল ও টিএমএসএস হাসপাতালের করোনা ইউনিটে শ্বাসকষ্টসহ অন্যান্য উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। নমুনা পরীক্ষায় তাদের কোভিড-১৯ পজিটিভ ফল আসে। নওগাঁ ॥ নওগাঁয় এক চিকিৎসক, এক সিনিয়র নার্স, এক পরিসংখ্যানবিদ ও এক স্বাস্থ্য সহকারীসহ নতুন করে ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে নওগাঁ জেলায় কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ২শ’ ৩৭ জন। গাইবান্ধা ॥ গাইবান্ধায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় রবিবার নতুন করে আরও ৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়াল ১০৯২ জন। বরিশাল ॥ জেলায় নতুন করে সাতজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৩ হাজার ৩৩৬ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নতুন করে ১১ ব্যক্তি সুস্থতা লাভের মধ্যদিয়ে জেলায় মোট ২ হাজার ৮৩৩ ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়েছেন। ঝালকাঠি ॥ জেলায় রবিবার পর্যন্ত আরও ৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ৬৭৯ জন আক্রান্ত হলো।
×