ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ প্রাপ্তি উপলক্ষে কর্মসূচী

প্রকাশিত: ০০:৩৩, ১৩ সেপ্টেম্বর ২০২০

জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ প্রাপ্তি উপলক্ষে কর্মসূচী

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ অর্জন ও জাতিসংঘে বঙ্গবন্ধুর ভাষণ প্রদান উপলক্ষে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। শনিবার বিকেলে জাতীয় বাস্তবায়ন কমিটির এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। খবর বাসসর। জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন উপকমিটির আহ্বায়ক, সদস্য-সচিব ও অন্য সদস্যরা অংশ নেন। জাতীয় বাস্তবায়ন কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ অর্জন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর এবং জাতিসংঘে বঙ্গবন্ধুর ভাষণ প্রদান উপলক্ষে আগামী ২৫ সেপ্টেম্বর আলোচনা অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র সম্প্রচার করা হবে। সভায় গৃহীত সিদ্ধান্তে জানানো হয়, ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ অর্জনে বঙ্গবন্ধুর অসামান্য ও গৌরবদীপ্ত ভূমিকা জনগণের সামনে তুলে ধরার প্রয়াস হিসেবে একটি রেকর্ডকৃত আলোচনা অনুষ্ঠান আগামী ১৭ সেপ্টেম্বর ২০২০ তারিখে বাংলাদেশ টেলিভিশনসহ সকল বেসরকারী টেলিভিশন চ্যানেল, অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচার করা হবে। এছাড়া ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ সালে বঙ্গবন্ধু জাতিসংঘে প্রথমবারের মতো বাংলায় প্রদত্ত ঐতিহাসিক ভাষণের ওপর আরও একটি রেকর্ডকৃত আলোচনা অনুষ্ঠান এবং এ সম্পর্কিত একটি প্রামাণ্যচিত্র বাংলাদেশ টেলিভিশনসহ সকল বেসরকারী টেলিভিশন চ্যানেল, অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচার করা হবে।
×