ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নয়া গবেষণা

মানুষ থেকে করোনা আক্রান্ত হয়েছিল বিড়াল

প্রকাশিত: ২২:৫২, ১৩ সেপ্টেম্বর ২০২০

মানুষ থেকে করোনা আক্রান্ত হয়েছিল বিড়াল

চীনের উহানের অন্তত ১৫ শতাংশ পোষা প্রাণির শরীরে মানবদেহ থেকে করোনাভাইরাস সংক্রমণ ঘটেছিল। ইমার্জিং মাইক্রোবস এ্যান্ড ইনফেকশন সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় এই চমকপ্রদ তথ্য উঠে এসেছে। নতুন এই গবেষণার প্রতিবেদন বিজ্ঞানীদের আগের ধারণা পুরোটাই পাল্টে দিয়েছে। আগে বিজ্ঞানীরা মনে করেছিলেন, মানব শরীর থেকে পোষা প্রাণি তথা বিড়ালের শরীরে করোনা সংক্রমণ হয় না, বা হলেও পরিমাণে খুবই কম। এবার চীনের এই গবেষণায় ফুটে উঠেছে, উহানের অন্তত ১৫ শতাংশ বিড়াল করোনা আক্রান্ত ব্যক্তিদের দ্বারা সংক্রমিত। গবেষণা প্রতিবেদনে বলা হয়, চলতি বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত চীনের কেন্দ্রীয় শহরটিতে এক শতাধিক বিড়ালের রক্তের নমুনা নিয়ে বিজ্ঞানীরা পরীক্ষা করেন। এরপর তারা এটি দেখতে পান যে, কোভিড-১৯ রোগের বেশির ভাগ ঘটনার সূত্রপাতের অনুঘটক মূলত আক্রান্ত ব্যক্তিরা। হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা করোনা মহামারীর প্রাদুর্ভাব দেখা দেয়ার পর ৩৯ রোগীর রক্তের নমুনার সঙ্গে একশ’ দুইটি বিড়ালের রক্তের নমুনার তুলনামূলক পার্থক্য পরীক্ষা করে দেখেন। এর মধ্যে বিড়ালের ওপর করা ৪৬টি পরীক্ষার ফল প্রাণিসম্পদ প্রতিষ্ঠানগুলো থেকে নেয়া হয়েছে এবং ৪১টি প্রাণী হাসপাতাল থেকে সংগৃহীত। এছাড়া বাকি ১৫টি পরীক্ষার ফল বাসা-বাড়ির পোষা বিড়াল থেকে সংগ্রহ করা হয়। এদিকে এক শ’ দুইটি বিড়ালের ১৪.৭ শতাংশের করোনা এন্টিবডি শনাক্ত হয় এবং ১০.৮ শতাংশের শরীরে সার্র্স-কোভিড-২’র এন্টিবডি পাওয়া যায়। নতুন এ গবেষণাটিতে দেখা গেছে, এই বিড়ালগুলোর মধ্যে যে তিনটি বিড়ালের শরীরে এন্টিবডির অস্তিত্ব পাওয়া গেছে তাদের মালিকদের শরীরে করোনা আঘাত হেনে ছিল। তবে বিজ্ঞানীরা বিষয়টি নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোন সীদ্ধান্তে আসেননি যে, বিড়াল থেকে মানুষের শরীরেও করোনা ছড়াতে পারে কিনা, বা ছড়ালে কিভাবে সেটি হতে পারে। চলতি বছর জুলাইয়ে যুক্তরাজ্যে প্রথমবারের মতো একটি পোষা বিড়ালের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়। দেশটির প্রধান ভেটেরিনারি কর্মকর্তা সেসময় বিষয়টি নিশ্চিত করে জানান, বিড়ালটির মালিক করোনার ফল পজিটিভ আসার পরই তার বিড়ালের করোনা পরীক্ষা করা হয়।
×