ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অভ্যন্তরীণ রুটে দুই সারি খালি রেখে সব আসনে যাত্রী নেয়া যাবে বিমানে

প্রকাশিত: ২২:৩৪, ১৩ সেপ্টেম্বর ২০২০

অভ্যন্তরীণ রুটে দুই সারি খালি রেখে সব আসনে যাত্রী নেয়া যাবে বিমানে

স্টাফ রিপোর্টার ॥ করোনা তান্ডবে কঠোর স্বাস্থ্যবিধির দরুন অভ্যন্তরীণ রুটে আসন সংখ্যার বাধ্যবাধকতা আরও শিথিল করা হয়েছে। আজ রবিবার থেকে অভ্যন্তরীণ রুটের উড়োজাহাজগুলোতে মাত্র দুটো সারি খালি রেখে বাকি সব আসনে পূর্ণ যাত্রী নেয়া যাবে। অর্থাৎ পাশাপাশি সিটগুলোতে যাত্রীরা বসতে পারবেন। এ বিষয়ে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান দৈনিক জনকণ্ঠকে বলেন, আগে এক সিটে যাত্রী বসলে পাশের সিট খালি রাখা হতো। এ নিয়ম আর থাকছে না। পাশাপাশি সিটগুলোতে যাত্রী বসতে পারবে। তবে প্রতিটি ফ্লাইটের সামনে অথবা পেছনে একটি সারির সিট খালি রাখতে হবে। যাতে ফ্লাইটের মাঝে কোন যাত্রী যদি অসুস্থ বোধ করেন, তাহলে তাকে ওই সারিতে আলাদাভাবে বসানো যায়। তিনি বলেন, তবে করোনার প্রাদুর্ভাব এড়াতে বিমানে ভ্রমণের জন্য যাত্রীদের ফেসগার্ড পরতে হবে। সঙ্গে থাকবে মাস্ক ও হ্যান্ডগ্লাভস। ভ্রমণের সময় যাত্রীদের ফেসগার্ড সরবরাহ করতে হবে এয়ারলাইন্সগুলোকেই। আইকাও নির্দেশনা অনুযায়ী, ফ্লাইটে ফেসগার্ড ব্যবহার করতে হবে। এটি দেখতে অনেকটা ফেসশিল্ডের মতো। আগের মতো এয়ারলাইন্সগুলোকেই যাত্রীদের হ্যান্ডগ্লাভস, মাস্ক এবং ফেসশিল্ড সরবরাহ করতে হবে।
×