ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টাইম প্রচ্ছদে দ্বিতীয়বার

প্রকাশিত: ২২:৩১, ১৩ সেপ্টেম্বর ২০২০

টাইম প্রচ্ছদে দ্বিতীয়বার

বিখ্যাত টাইম ম্যাগাজিন ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বার তাদের প্রচ্ছদের ছবির চারদিকে কালো বর্ডার দিয়েছে। এর আগে একবারই, ৯/১১ নাশকতার পর, আগুন ধরে যাওয়া ও ভাঙতে থাকা টুইন টাওয়ারের ছবি দিয়ে প্রচ্ছদ করেছিল। সেবারও প্রচ্ছদের চারপাশ মুড়ে দেয়া হয়েছিল কালো রঙে। মার্কিন ইতিহাসে টুইন টাওয়ারে বিমান হামলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের রক্তপাত ও প্রাণহানির থেকেও ভয়ঙ্কর হিসেবে মনে করা হয়। ওই ঙ্গী হামলার মানবিক বিপর্যয়কেও এবার ছাপিয়ে গেছে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত যুক্তরাষ্ট্রের পরিস্থিতি। ইতোমধ্যে মৃতের সংখ্যা প্রায় দুই লাখের কাছাকাছি হয়েছে। যুক্তরাষ্ট্রে ২৯ ফেব্রুয়ারি প্রথম কোভিড-১৯ রোগী মারা যায়। নথিভুক্ত মৃত্যুর সংখ্যা এরপর প্রতিদিনই বাড়তে থাকে। কিছুদিন মৃত্যুর সংখ্যা কমার পর আবার তা বেড়েছে। ১২ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে এক লাখ ৯৭ হাজার ৪৩৫ জনে দাঁড়িয়েছে। তাও আবার প্রথম নথিভুক্ত হওয়ার পর থেকে ১৯৩ দিনে এ সংখ্যা হয়েছে। জনহপকিন্স করোনাভাইরাস রিসার্চ সেন্টারের থেকে পাওয়া তথ্য ও পরিসংখ্যানই এবারের টাইম ম্যাগাজিনের প্রচ্ছদের প্রধান বিষয়। যা প্রকাশিত হবে ২১ সেপ্টেম্বর। এর মধ্যেই আশার খবর হচ্ছে, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠার হার ক্রমশ বাড়ছে। -টাইম ও রেডিফ
×