ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার করোনা আক্রান্ত রোগীর ভুল তথ্য দিচ্ছে- রিজভী

প্রকাশিত: ১৭:১৪, ১২ সেপ্টেম্বর ২০২০

সরকার করোনা আক্রান্ত রোগীর ভুল তথ্য দিচ্ছে- রিজভী

স্টাফ রিপোর্টার ॥ সরকার দেশে করোনা আক্রান্ত রোগীর ভুল তথ্য দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে ঢাকা জেলা বিএনপির আয়োজনে দোহার-নবাবগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ অভিযোগ করেন। দোহার-নবাবগঞ্জের পর শোল্লা ও ইকোরিয়াসহ কয়েকটি ইউনিয়নে দলের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা এাণ সামগ্রি বিতরণকালে সরকারের আইনশৃংখলা বাহিনী বাঁধা দিচ্ছে। রিজভী বলেন, সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত অফিসার মেজর সিনহা সাহেবকে থানার একজন ওসি ধরে নিয়ে গিয়ে মেরে ফেলে দিলো। কোেেনা বিচার নেই, কোনো কিছুই নেই। একজন সামরিক বাহিনীর অফিসারের যদি এই পরিণতি হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? রিজভী বলেন, একজন ইউএনওকে তাঁর মাথায় কুপিয়ে হত্যার চেষ্টা করা হলো, তাঁর আজকে মরনাপন্ন অবস্থা। এভাবে চারিদিকে খুন, গুম, হত্যার ঘটনা ঘটেই চলছে। সরকার কার্যকর কোন ব্যবস্থাই নিচ্ছে না। রুহুল কবির রিজভী বলেন, আজকে দেশে কত লোক মারা যাচ্ছে? মিডিয়ার সংবাদে বলে মাত্র কয়েকজনের কথা। দেশে অনেক লোক মারা যাচ্ছে করোনা আক্রান্ত হয়ে। সংবাদে বেরিয়েছে, সরকার করোনা রোগীর যে তথ্য তৈরি করছে তার মধ্যে প্রায় ৮২ হাজার লোকের নাম বাদ পড়েছে। তার মানে সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না সরকার। রিজভী বলেন, এই যে হঠাৎ একটা বৈশ্বিক মহামারীর ধাক্কা এরজন্য যে ওষুধ, এরজন্য যে হাসপাতাল, এরজন্য যে স্বাস্থ্য বিধি তৈরি করা এটা সরকার করেনি। যে কারণে মানুষ রাস্তায় মারা যাচ্ছে, হাসপাতালের বারান্দায় মারা যাচ্ছে, কোনো চিকিৎসা না পেয়ে অ্যাম্বুলেন্সর ভেতরে মারা যাচ্ছে। বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, প্রত্যন্ত অঞ্চলে এখানো কোনো লোক করোনায় আক্রান্ত হলে কিভাবে বাঁচবে সে ব্যবস্থা করা হয়নি। তাই প্রত্যন্ত অঞ্চলে কারো করোনা গলে তার বাঁচার সম্বাবনা খুব কম। দলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, আগামী দিনে ভোট নিতে হলে অসহায় মানুষের পাশে থাকতে হবে। তবে সরকারি দল আওয়ামী লীগের তো কোন ভোটের দরকার নেই, তাদের নির্বাচনের দরকার নেই, যে কারণে তারা জনগনকে কোনো পাত্তা দেয় না। এ সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য যা করা প্রয়োজন তাই করছে। এ সময় রুহুল কবির রিজভীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকসহ স্থানীয় নেতাকর্মীরা।
×